শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২১, ০৮:০৬ রাত
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০১:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রূপগঞ্জ অগ্নিকাণ্ড: ১০টি বিষয় গুরুত্ব দিয়ে তদন্ত করছে সিআইডি

মাসুদ আলম, সুজন কৈরী ও আরিফ হাসান : [২] নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

[৩] শনিবার দুপুরে হাসেম ফুড কারখানা পরিদর্শন করে সিআইডির ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেনের নেতৃত্বে একটি দল।

[৪] পরিদর্শন শেষে ইমাম হোসেন সাংবাদিকদের বলেন, তদন্তে যেকোনো ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেওয়া হবে।

[৫] তিনি জানান, আলামত, স্বাক্ষ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ১০টি বিষয়ে গুরুত্ব দিয়ে মামলার তদন্তকাজ চলছে। তবে কী কী বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত বলেননি তিনি।

[৬] এই মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশনা রয়েছে জানিয়ে ডিআইজি ইমাম হোসেন বলেন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। যেহেতু এটি একটি বড় ঘটনা, মানসম্মত তদন্ত করতে একটু তো সময় লাগবেই। দুর্ঘটনার জন্য আমরা সম্ভাব্য তিন-চারটি কারণ খুঁজে পেয়েছি।

[৭] তদন্ত কাজে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, কারো কাছে ভিডিও থাকতে পারে। সেটি তদন্তে কাজে লাগতে পারে। এছাড়া ওই কারখানার যারা ভেতরে কাজ করেছেন তাদের কারও কাছেও থাকতে পারে।

[৮] নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুড কারখানার অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনায় পুলিশের করা মামলা সিআইডির কাছে হস্তান্তরের পর শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সিআইডির তদন্ত টিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়