শরিফ শাওন, সাজিয়া আক্তার: [২] রোববার থেকে গাজীপুরে পোশাক শ্রমিকদের রেজিস্ট্রেশন ছাড়াই করোনা (কোভিড-১৯) টিকা দেয়া শুরু হবে। সঙ্গে আনতে হবে অফিস আইডি ও এনআইডি কার্ড । বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ।
গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান জানান, রোববার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ টিকাদান কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্রসহ ১৮ উর্দ্ধ বয়সের কর্মীরা এ টিকা পাবেন।
[৩] শনিবার তিনি আরও বলেন, এদিন চারটি পোশাক কারখানা শ্রমিকদের টিকাদান কার্যক্রম চলবে। এটি সকল পোশাক কর্মীদের টিকার আওতায় আনার প্রাথমিক উদ্বোধন। পরবর্তীতে সকলকে দেওয়ার চিন্তা রয়েছে। টিকা মজুদের বিষয়ে জানান, যে পরিমান টিকার প্রয়োজন হবে তা ঢাকা থেকে সরবরাহ করা হবে।