বিনোদন ডেস্ক: ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ ক্যাটাগরির পুরস্কার ঘোষণা করা হয়েছে আজ। ফ্রান্সের কানে আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিট) শুরু হয়েছে ‘আঁ সার্তে রিগা’ বিভাগের পুরস্কার অনুষ্ঠান। এতে বাংলাদেশ সহ ২০টি দেশের ২০টি চলচ্চিত্র অংশ নেয়। আঁ সার্তে রিগা বিভাগে সেরা হয়েছে, ‘আনক্লেনচিং দ্য ফিস্টস (কিরা কোভালেনকো)’ চলচ্চিত্র। অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার পেল যেসব ছবি:
গ্র্যান্ড প্রাইজ: আনক্লেনচিং দ্য ফিস্টস (কিরা কোভালেনকো)
জুরি প্রাইজ: গ্রেট ফ্রিডম (সেবাস্টিয়ান মাইজে)
এনসেম্বল প্রাইজ: বোন মের (হাফসিয়া হেরৎসি)
প্রাইজ অব কারেজ: লা সিভিল (তিওডোরা আনা মিহাই)
প্রাইজ অব অরিজিনালিটি: ল্যাম্ব (ভ্লাদিমির জোহানসন)
স্পেশাল মেনশন: নচে দে ফুয়েগো (তাতিয়ানা উয়েজো)
উল্লেখ্য, এবারই প্রথম বাংলাদেশ থেকে কোনো চলচ্চিত্র কানের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে স্থান করে নেয়। আশা জাগালেও আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কোনো পুরস্কার অর্জন করেনি। ছবিটিতে রেহানা মরিয়ম নূরের চরিত্রে অভিনয় করেন আজমেরি হক বাঁধন।
আঁ সার্তে রিগা বিভাগের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাল দুবুসিতে পুরস্কার প্রদান অনুষ্ঠানের দর্শক সারিতে ছিলেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, চিত্রগ্রাহক তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, শব্দ প্রকৌশলী শৈব তালুকদার, কালারিস্ট চিন্ময় রয় এবং নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু। - দেশ রূপান্তর