নুরে আলম: [২] সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের শিক্ষা বোর্ড রবীন্দ্রণাথের ছুটি গল্পটি বাদ দিয়েছে তাদের পাঠ্যসূচি থেকে। সেই সাথে বাদ পড়েছে সাবেক রাষ্ট্রপতি সর্বপল্লি রাধাকৃষ্ণের প্রবন্ধ দ্যা উইমেনস এডুকেশন লেখাটিও। আনন্দবাজার
[৩] এ বছর থেকে দশম এবং দ্বাদশ শ্রেণিতে ইংরেজি বিষয়ে এনসিইআরটি-র সিলেবাস চালু করেছে যোগী সরকার।
[৪] কিছু দিন আগেই উত্তরপ্রদেশ সরকারের সুপারিশ অনুযায়ী চৌধুরি চরণ সিংহ বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগের পাঠ্যক্রমে রামদেবের বই ‘যোগ চিকিৎসা রহস্য’ এবং যোগী আদিত্যনাথের ‘হঠযোগ স্বরূপ এবং সাধনা’ অন্তর্ভুক্ত হয়েছে। এটা নিয়েও তৈরি হয়েছিলো অনেক বিতর্ক।
[৫] এবার দ্বাদশ ও দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর, রাধাকৃষ্ণণের লেখা বাদ পড়ায় নতুন করে বিতরকের সূচনা হয়েছে। এই বাদ পড়ার তালিকা থেকে বাদ পড়েননি শেলির মতো কবিও।