শিরোনাম
◈ গভীর রাতে নোয়াখালীর সোনাপুরে বিআরটিসি ডিপোতে ২ বাসে আগুন ◈ খালেদা জিয়াকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উৎকণ্ঠা—এভারকেয়ারে নজর সবার ◈ প্রবাসীদের রেমিট্যান্সে বাড়তি খরচ কমাতে নতুন ছক চালু করল বাংলাদেশ ব্যাংক ◈ ১০ মাস পর প্রার্থী পরিবর্তন: খুলনা-১ এ জামায়াতের টিকিট পেলেন কৃষ্ণ নন্দী ◈ খালেদা জিয়ার চিকিৎসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ারে ◈ উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে যুক্ত করতে পে-প্যালের সঙ্গে যোগাযোগ চলছে: গভর্নর ◈ 'স্বেচ্ছা নির্বাসনে' যুক্তরাষ্ট্র ছেড়েছে প্রায় ৩৫ হাজার মানুষ ◈ স্কুলে ভর্তির নীতিমালা সংশোধন, বয়সসীমা শিথিল করল মাউশি, রেজিস্ট্রেশনের বয়সে কঠোর বোর্ড ◈ ভূমিকম্প থে‌কে রক্ষা পেতে জাপানের কাছ থেকে যা শিখতে পারে বাংলাদেশ ◈ খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ারে প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে পু‌লিশ কর্মকর্তার বিরু‌দ্ধে আদাল‌তে প্রতারণার মামলা

র‌হিদুল খান : [২] আকতার হোসেন নামে পুলিশের একজন ইনসপেক্টরের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার যশোরের আদালতে টাকা সংক্রান্ত একটি প্রতারণা মামলা হয়েছে।গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা লহর মীর নামে এক ব্যক্তি মামলাটি করেছেন।

[৩] সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই-কে আদেশ দিয়েছেন।অভিযুক্ত আকতার হোসেন বর্তমানে কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলে কর্মরত।মামলায় লহর মীর অভিযোগ করেছেন, পুলিশ কর্মকর্তা আকতার হোসেন তার অত্যন্ত ঘনিষ্ঠজন। যৌথভাবে বালির ব্যবসা করার কথা বলে ২০২০ সালের ১৯ জুন আকতার হোসেন তার কাছ থেকে ২৫ লাখ টাকা নেন।

[৪] কিন্তু আকতার কখনো বালির ব্যবসা করেননি। ফলে লহর মীর টাকা ফেরতের জন্য আকতারের ওপর চাপ সৃষ্টি করেন। এর প্রেক্ষিতে আকতার হোসেন তাকে সোনালী ব্যংকের দশ লাখ টাকার একটি এবং ১৫ লাখ টাকার আরেকটি চেক প্রদান করেন।

[৫] ২০২১ সালের ৯ জুন লহর মীর সোনালী ব্যাংকে গিয়ে জানতে পারেন, আকতার হোসেনের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এরপর লহর মীর এ বিষয়ে আকতার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি টাকা নেওয়ার কথা বেমালুম অস্বীকার করেন। টাকার জন্য বারবার তাগিদ দেওয়া হলে আকতার হোসেন তাকে বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা দায়ের এবং জীবননাশের হুমকি দেন। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে লহর মীর আদালতের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেন।অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আক্তার হোসেনের বক্তব্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়