শিরোনাম
◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস ◈ চট্টগ্রাম বন্দর নিয়ে চুক্তির সব কার্যক্রম বন্ধের নির্দেশ ◈ শ্রীলঙ্কাকে ৬৭ রা‌নে হারা‌লো  জিম্বাবুয়ে  ◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে পু‌লিশ কর্মকর্তার বিরু‌দ্ধে আদাল‌তে প্রতারণার মামলা

র‌হিদুল খান : [২] আকতার হোসেন নামে পুলিশের একজন ইনসপেক্টরের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার যশোরের আদালতে টাকা সংক্রান্ত একটি প্রতারণা মামলা হয়েছে।গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা লহর মীর নামে এক ব্যক্তি মামলাটি করেছেন।

[৩] সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই-কে আদেশ দিয়েছেন।অভিযুক্ত আকতার হোসেন বর্তমানে কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলে কর্মরত।মামলায় লহর মীর অভিযোগ করেছেন, পুলিশ কর্মকর্তা আকতার হোসেন তার অত্যন্ত ঘনিষ্ঠজন। যৌথভাবে বালির ব্যবসা করার কথা বলে ২০২০ সালের ১৯ জুন আকতার হোসেন তার কাছ থেকে ২৫ লাখ টাকা নেন।

[৪] কিন্তু আকতার কখনো বালির ব্যবসা করেননি। ফলে লহর মীর টাকা ফেরতের জন্য আকতারের ওপর চাপ সৃষ্টি করেন। এর প্রেক্ষিতে আকতার হোসেন তাকে সোনালী ব্যংকের দশ লাখ টাকার একটি এবং ১৫ লাখ টাকার আরেকটি চেক প্রদান করেন।

[৫] ২০২১ সালের ৯ জুন লহর মীর সোনালী ব্যাংকে গিয়ে জানতে পারেন, আকতার হোসেনের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এরপর লহর মীর এ বিষয়ে আকতার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি টাকা নেওয়ার কথা বেমালুম অস্বীকার করেন। টাকার জন্য বারবার তাগিদ দেওয়া হলে আকতার হোসেন তাকে বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা দায়ের এবং জীবননাশের হুমকি দেন। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে লহর মীর আদালতের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেন।অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আক্তার হোসেনের বক্তব্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়