শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০৩:৪১ দুপুর
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০৩:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌শো‌রে পু‌লিশ কর্মকর্তার বিরু‌দ্ধে আদাল‌তে প্রতারণার মামলা

র‌হিদুল খান : [২] আকতার হোসেন নামে পুলিশের একজন ইনসপেক্টরের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার যশোরের আদালতে টাকা সংক্রান্ত একটি প্রতারণা মামলা হয়েছে।গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার মৃত আব্দুর রশিদ মীরের ছেলে বর্তমানে যশোর শহরের চাঁচড়া রায়পাড়ার বাসিন্দা লহর মীর নামে এক ব্যক্তি মামলাটি করেছেন।

[৩] সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গৌতম মল্লিক অভিযোগ আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই-কে আদেশ দিয়েছেন।অভিযুক্ত আকতার হোসেন বর্তমানে কুমিল্লার সদর দক্ষিণ সার্কেলে কর্মরত।মামলায় লহর মীর অভিযোগ করেছেন, পুলিশ কর্মকর্তা আকতার হোসেন তার অত্যন্ত ঘনিষ্ঠজন। যৌথভাবে বালির ব্যবসা করার কথা বলে ২০২০ সালের ১৯ জুন আকতার হোসেন তার কাছ থেকে ২৫ লাখ টাকা নেন।

[৪] কিন্তু আকতার কখনো বালির ব্যবসা করেননি। ফলে লহর মীর টাকা ফেরতের জন্য আকতারের ওপর চাপ সৃষ্টি করেন। এর প্রেক্ষিতে আকতার হোসেন তাকে সোনালী ব্যংকের দশ লাখ টাকার একটি এবং ১৫ লাখ টাকার আরেকটি চেক প্রদান করেন।

[৫] ২০২১ সালের ৯ জুন লহর মীর সোনালী ব্যাংকে গিয়ে জানতে পারেন, আকতার হোসেনের অ্যাকাউন্টে কোনো টাকা নেই। এরপর লহর মীর এ বিষয়ে আকতার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি টাকা নেওয়ার কথা বেমালুম অস্বীকার করেন। টাকার জন্য বারবার তাগিদ দেওয়া হলে আকতার হোসেন তাকে বিভিন্ন থানায় হয়রানিমূলক মামলা দায়ের এবং জীবননাশের হুমকি দেন। টাকা উদ্ধারে ব্যর্থ হয়ে লহর মীর আদালতের দ্বারস্থ হয়েছেন বলে দাবি করেন।অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আক্তার হোসেনের বক্তব্য জানা যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়