শাহানুজ্জামান টিটু ও জেরিন আহমেদ: [২] শুক্রবার (১৬ জুলাই) বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেন বলেন, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নিবন্ধন করেছেন বিএনপি চেয়ারপারসন। ইতোমধ্যে টিকাদানের তারিখ পাওয়া গেছে। নির্ধারিত তারিখের আগে বা পরে অর্থাৎ ঈদের ছুটির আগেই নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেবেন তিনি।
[৩] তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের টিকার বিষয়টি সরকার সংশ্লিষ্টদের জানানো হয়েছিলো। টিকার তাপমাত্রার বিষয়টি মাথায় রেখেই কেন্দ্রে গিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
[৪] খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই উল্লেখ করে জাহিদ হোসেন আরও বলেন, ম্যাডাম অবস্থা আগের মতোই আছে। হাসপাতালে আনার পর যেমন ছিলো, এখন তেমনি আছেন। সার্বিক দিক বিবেচনায় তার অবস্থা ভালো না। ম্যাডাম ডায়াবেটিস, হার্ট, কিডনি ও আর্থ্রাইটিজে আক্রান্ত।