রাহুল রাজ : [২] সৌকত নিজের নামের পাশে ৫ রান যোগ করে ফুট ওয়ার্কের দূর্বলতায় চাকাভার হাতে তালুবন্দি হয়ে সাজ ঘরে ফিরলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ৭৪ রান।
[৩] ধারাবাহিক উইকেট পতনের দিনে শুরু থেকেই উইকেট হারাতে থাকে বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে তামিম ০ সাকিব ১৯ মিঠুন ১৯ রানে আউট হলে দল বিপদে পড়ে যায়। লিটন ২৫ রিয়াদ ০ রানে দলের বিপদ কাটাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। মাজারাবানি ২ টি উইকেট নিজের নামে যোগ করেছেন।