শিরোনাম
◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’ ◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে?

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১, ০১:২৮ রাত
আপডেট : ১৬ জুলাই, ২০২১, ০২:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে স্কোয়াড ঘোষণা করল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক : ম্যাচ শুরুর আগের দিন প্রতিপক্ষের শক্তি সামর্থ্য নিয়ে কোনও ধারণা ছিল না বাংলাদেশের। ওয়ানডে সিরিজের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানান তামিম ইকবাল। কারণ ওয়ানডে সুপার লিগের তিনটি ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণায় দেরি করেছে জিম্বাবুয়ে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় বিকেলে টাইগার অধিনায়ক তামিম ইকবাল বলেন, ‘আমরা জানি না কাদের বিপক্ষে আমরা খেলছি। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে অথচ এখনও দল কেমন হবে জানানো হয়নি। এটা আমার কাছেও অবাক লেগেছে। সাধারণত এই সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করে। দলই যদি না জানেন কি নিয়ে ব্যাটিং করবেন! এটা অবাক করার মতো।’

শুক্রবার (১৬ জুলাই) দুপুর দেড়টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। আগের দিন রাত আটটা বাজার কিছুক্ষণ আগে ঘোষণা হলো জিম্বাবুয়ের স্কোয়াড।ৎ

টেস্ট সিরিজ শুরুর আগে করোনায় আক্রান্ত হওয়া শেন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন নেই দলে। সাদা পোশাকের মতো রঙিন পোশাকেও অধিনায়কের দায়িত্ব সামলাবেন ব্রেন্ডন টেইলর।

স্বস্তির বিষয় হচ্ছে জিম্বাবুয়ে দলে ফিরেছেন সিকান্দার রাজা। চলতি বছরের মার্চে কনুইয়ের হাড়ে সংক্রমণ ধরা পড়ে। এই স্পিনিং অলরাউন্ডারের। সুস্থ হয়ে দলে ফিরেছেন তিনি।

জিম্বাবুয়ে ওয়ানডে স্কোয়াড

ব্রেন্ডন টেইলর (অধিনায়ক), সিকান্দার রাজা, রায়ান বার্ল, রেজিস চাকাবা, টেন্ডাই চাতারা, লুক জঙ্গুয়ে, তিনাশে কামুনহুকামুয়ে, ওয়েসলি মাধেভারে, টিমিসেন মারুমা, তাদিওয়ানশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড এনগারাভা,ও মিল্টন শুম্বা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়