মোহাম্মদ হোসেন: [২] চট্টগ্রামের হালদা নদী থেকে এলাকাবাসীদের সহযোগিতায় দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে হালদা নদী থেকে ১৫ কেজি মা-কাতাল মাছ উদ্ধার করেছে নবাগত ইউএনও শাহিদুল আলম।
[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে মেখল মোজাফফরপুর থেকে মা-কাতলটি উদ্ধার করা হয়। পরে ইউএনও মাছটিকে চ.বি হালদা রিসার্স সেন্টারে প্রেরণ করেন।