সাখাওয়াত হোসেন: [২] বিশ্বের সর্বাধিক জীবাশ্ম জ্বলানি রপ্তানিকারক এ দেশটি জানিয়েছে, রপ্তানির উপর এতো শুল্ক আরোপ ব্যবসার বিধি লঙ্ঘন করবে। কর আরোপ করার জলবায়ু পরিকল্পনার প্রস্তাব খুব নিবীড়ভাবে পর্যবেক্ষণ করবে অস্ট্রেলিয়া। এতে সম্ভাব্য কোনো আইন লঙ্ঘন হয় কিনা তার ওপরেও তারা নজর রাখবে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রী ড্যান তেহান। বিবিসি
[৩] বিশ্বে জীবাশ্ম জ্বলানি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। খনিজ পদার্থ যেমন আয়রন, কয়লা, গ্যাস ও তেল অস্ট্রেলিয়ার রপ্তানি সম্পদের তিন ভাগের মধ্যে দুই ভাগেরও বেশি। আর তাই দেশটি ইইউয়ের জলবায়ু পরিকল্পনায় কার্বন সীমার ওপর কর অরোপ করে আইন প্রণয়নের প্রস্তাবের সমালোচনা করেছে।
[৪] ইউরোপীয় ইউনিয়নের নেওয়া এ জলবায়ু পরিকল্পনায় রয়েছে স্টিল, সিমেন্ট রপ্তানিসহ জেট ফুয়েলের উপর শুল্ক আরোপ করা এবং আগামী ২০ বছরের মধ্যে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ির বিক্রি নিষেদ্ধ করা। এছাড়া ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শুন্যের কোটায় নামিয়ে আনারও প্রস্তাব রাখা হয়। সম্পাদনা: সাকিবুল আলম