রাজু চৌধুরী : [২] আইস বা ক্রিস্টাল মেথ নামক ভয়ঙ্কর মাদকদ্রব্য এবং ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) পুলিশ।
[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই )গোয়েন্দা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার কোতোয়ালী থানার ব্রিজঘাটের হোটেল নেভাল আবাসিকের সামনে থেকে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ ২ নম্বর টিম। এ সময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম আইস (ক্রিস্টাল মেথ) ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
[৪] আটকরা হলেন, মো. জালাল আহাম্মদ (৪৩), মো. ফারুক (৩০) ও মো. তালাল (৩৫)। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সালাম কবির এর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) আরাফাতুল ইসলাম ও সহকারী-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মোঃ আরিফ হোসেন এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ মঈনুর রহমানের নেতৃত্বে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ব্রিজঘাটস্থ হোটেল নেভাল আবাসিক এর সামনে পাকা রাস্তার উপর থেকে অবৈধ মাদক দ্রব্য সহ এই তিন মাদক কারবারীকে আটক করে।
[৫] নগর গোয়েন্দা পুলিশ জানায়, এই সময় মোঃ জালাল আহাম্মদ এর কাছ থেকে কাগজে মোড়ানো ০১টি সাদা রংয়ের বায়ুরোধক পলিব্যাগে মেথামফিটামিন উপাদানযুক্ত দানাদার মাদকদ্রব্য আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করা হয় যার ওজন ৮০ (আশি) গ্রাম এবং এর বাজার মূল্য আনুমানিক ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা। এই সময় মোঃ ফারুক ও মোঃ তালাল এর কাছে ৫০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মোঃ ফারুক ও মোঃ তালাল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা এলাকার অজ্ঞাতনামা ব্যাক্তির নিকট হতে ইয়াবাগুলি সংগ্রহ করে বিক্রয়ের জন্য উক্ত স্থানেে অবস্থান করছিল। গ্রেপ্তারকৃৃত ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।