শিরোনাম
◈ অগ্রণী ব‌্যাং‌কের ভ‌ল্টে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণালংকার  ◈ ভারতে মুসলিম ছাত্রদের মূর্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে আর মাথা নোয়াতে বাধ্য করলো হিন্দু চরমপন্থীরা  ◈ ২০ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে কড়াইল বস্তির ভয়াবহ আগুন ◈ দেড় দশক ঘরছাড়া, তবুও দেশ ছাড়িনি: জামায়াত আমির ◈ বাংলাদেশ ইতিহাস গড়তে যাচ্ছে—ফরাসি রাষ্ট্রদূতকে ড. ইউনূস ◈ গণভোট অধ্যাদেশ ২০২৫ প্রকাশ: জাতীয় সনদের সংস্কার প্রশ্নে ভোট দেবেন জনগণ ◈ কড়াইল বস্তিতে দাউদাউ আগুন: পাইপ কাটা ও পানির সংকটে ফায়ার সার্ভিসের চ্যালেঞ্জ ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ‌টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৩০ ন‌ভেম্বর আসছে পাকিস্তান নারী দল  ◈ চুপ থাকুন, আপনাকেও আসামি করা হতে পারে, ট্রাইব্যুনালের শুনানিতে আসামিপক্ষের আইনজীবীকে চিফ প্রসিকিউটর ◈ শাহজালালে কার্গো ভিলেজে আগুনের ঘটনা নাশকতা নয়: প্রেস সচিব

প্রকাশিত : ১৫ জুলাই, ২০২১, ০৫:৫৬ বিকাল
আপডেট : ১৫ জুলাই, ২০২১, ০৫:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শোষণ ক্ষমতার চাইতেও বেশি কার্বন নিঃসরণ করে অ্যামাজন

লিহান লিমা: [২] নতুন গবেষণায় উঠে এসেছে, বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের কারণে অ্যামাজনের একটি উল্লেখযোগ্য অংশ যতটা না কার্বন ডাই অক্সাইড শোষণ করেছে তার চেয়ে অনেক বেশি নিঃসরণ করছে। সিএনএন

[৩] অ্যামাজনের দক্ষিণ-পূর্বাঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখানে ব্যাপক হারে গাছ উজাড় হচ্ছে এবং আগুনের পরিমাণ বাড়ছে। সমীক্ষায় বলা হয়, গত ৪০ বছরে পূর্ব অ্যামাজনে অনেক বেশি বন উজাড় হয়েছে, পশ্চিমের চাইতে এখানে উষ্ণতা ও আর্দ্রতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

[৪] গত বছরে ব্রাজিলের জাতীয় মহাকাশ গবেষণা সংস্থার গবেষকরা অ্যামাজনের চারটি অঞ্চলে বায়ুমন্ডলে কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইডের তথ্য সংগ্রহ করেন। তারা দেখেন, এই চারটি সাইট সম্মিলিতভাবে প্রতিবছর ৪১ কোটি মেট্রিক টন কার্বন নিঃসরণ করে। এই অঞ্চলগুলো প্রতিবছর শোষণ করে ১২ কোটি মেট্রিক টন কার্বন- অর্থাৎ অ্যামাজন বাড়তি নির্গমন করে ২৯ কোটি মেট্রিক টন কার্বন। অপর এক গবেষণায় বলা হয়েছে, ২০৫০ সাল বা তার পূর্বে পুরো অ্যামাজন তার শোষণ ক্ষমতার চাইতেও বেশি কার্বন নির্গমন করবে।

[৫] প্রতিবেদনে বলা হয়, বন উজাড়, জমি পোড়ানো ও জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে এই অঞ্চলে কার্বনের ভারসাম্য এবং বাস্তুতন্ত্রের ওপর স্থায়ী ও নেতিবাচক প্রভাব পড়তে পারে। বিশ্বের বৃহত্তম চিরহরিৎ বনাঞ্চল অ্যামাজন বৈশ্বিক তাপমাত্রা এবং বৃষ্টিপাত স্বাভাবিক রাখতে বৃহত্তর ভূমিকা রাখে। অ্যামাজন বায়ুমণ্ডল হতে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে পৃথিবীকে শীতল করতে সহায়তা করে। এটিকে পৃথিবীর ‘প্রাকৃতিক শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র’ বলেন বিজ্ঞানীরা।

[৬] তবে বিগত ৪০-৫০ বছর মানবসৃষ্ট কারণে অ্যামাজন তার ১৭ শতাংশ বন হারিয়েছে। এর বেশিরভাগ এখন কৃষি কাজ ও পশুপাখি পালনের জমিতে পরিণত হয়েছে। ফলস্বরুপ তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং বাষ্পীভবন হ্রাস পেয়ে কম বৃষ্টিপাত হচ্ছে। ২০১৯ সালে অ্যামাজনের আগুন রেকর্ড ছাড়িয়েছে, প্রতি মিনিটে প্রায় দেড়টি ফুটবল মাঠের সমান বনাঞ্চল ধ্বংস করা হচ্ছিলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়