কামাল হোসেন: [২] বিলুপ্তপ্রায় ঢাঁই মাছ, পদ্মায় খুব একটা দেখা যায় না। পদ্মার এই সুস্বাদু মাছ সহজে ধরাও পড়ে না। তবে এবার আর শেষ রক্ষা হয়নি।
[৩] বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে জেলে বাদশা হালদার পদ্মা নদীর চরভদ্রাশন এলাকায় জাল ফেললে তার জালে সাড়ে ৪কেজি ওজনের এ মাছটি ধরা পড়ে।
[৪] পরে সকাল ৭টার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস আড়ৎ এর মালিক সম্রাট শাহজাহান শেখ মাছটি ৩হাজার টাকা কেজি দরে মোট ১৩হাজার ৫শ টাকায় কিনে নেন।
[৫] এসময় মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, ঢাঁই মাছ সহজে পাওয়া যায় না। তাই জেলের কাছে মাছটি দেখেই সর্বোচ্চ দাম দিয়ে কিনে নেই।
[৬] পরবর্তীতে মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করলে ফরিদপুরের ভাংগা উপজেলার এক ঠিকাদারের নিকট মাছটি ৩হাজার ২শ টাকা কেজি দরে মোট ১৪হাজার ৪শ টাকায় বিক্রি করি। এসময় মাছটি দেখতে উৎসুক জনতা ভীড় জমায়।
[৭] এসময় গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ ধরনের মাছ খুব একটা দেখা যায় না। আর ঢাঁই তো অনেক সুস্বাদু ও দামি মাছ। তবে মাঝে মধ্যে ৭ থেকে সর্বোচ্চ ১০ কেজি ওজনের ঢাঁই মাছ পাওয়া যায়। সম্পাদনা: জেরিন আহমেদ