আব্দুল্লাহ মামুন: [২] পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে বাস, লঞ্চ, ট্রেন ও উড়োজাহাজসহ সব ধরনের গণপরিবহন শর্তসাপেক্ষে ফের চালুর অনুমতি দিয়েছে সরকার। এর আগে লকডাউনজনিত কারণে গত দুই সপ্তাহ রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া কোনো প্রকার যানবাহন ও মানুষের চলাচল প্রায় বন্ধ ছিল। জাগোনিউজ।
[৩] কঠোর লকডাউন শিথিলের প্রথম দিনে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষ ও যানবাহনের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট-বড় যানবাহনে চড়ে যাত্রীরা ঘাটে উপস্থিত হচ্ছেন। এতে বাড়তি যানবাহনের চাপ পড়ায় ফেরিতে যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে।
[৪] অতিরিক্ত চাপের কারণে ঘাটে পণ্যবাহী ট্রাক এবং ব্যক্তিগত ও গণপরিবহনে আসা যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ।
[৫] রাজধানী ঢাকা থেকে দূরপাল্লার সব ধরনের ট্রেন চলাচল শুরু হয়েছে। সকালে পারাবত, মহানগর, সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। স্টেশনে ঘরমুখো যাত্রীদের ভিড় দেখা গেছে। অনেকে ট্রেনের অপেক্ষায় আছেন। নির্ধারিত সময়েই ট্রেনগুলো প্লাটফর্ম ছেড়ে যাচ্ছে। কমলাপুর স্টেশন ম্যানেজার এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলাট্রিবিউন।
[৬] দেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হলে ২০২০ সালের ২১ মার্চ থেকে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সরকার। দুই মাসের বেশি সময় বন্ধ থাকার পর গেল বছরের ১ জুন থেকে স্বাস্থ্যবিধি মানার শর্ত সাপেক্ষে অর্ধেক যাত্রী নিয়ে গণপরিবহন চলাচলের অনুমতি দেয় সরকার। তখন ৬০ শতাংশ ভাড়া বাড়ানো হয়। বাংলানিউজ২৪।