শাহীন খন্দকার: [২] বুধবার (১৪ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ আরও বলেন, পবিত্র ঈদ-উল আজহার ছুটির দিনগুলোতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য বিশ্ববিদ্যালয়ের বর্হিবিভাগ, ফিভার ক্লিনিকসহ করোনা ল্যাব রোগিদের সুবিধার্থে খোলা থাকবে।
[৩] তিনি বলেন, এছাড়াও সব দিনই প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ও জরুরি বিভাগসমূহ খোলা থাকবে।
[৪] মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার, ২০, ২১ ও ২২ জুলাই বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাশ, অফিস, বৈকালিক স্পেশালাইজড কানসালটেশন সার্ভিস ও ভ্যাকসিন প্রদান কার্যক্রম বন্ধ থাকবে।
[৫] আর ২০ জুলাই মঙ্গলবার এবং ২১ জুলাই বুধবার বহির্বিভাগ, ফিভার ক্লিনিক ও কোভিড ১৯ শনাক্তকরণ পিসিআর ল্যাব বন্ধ থাকবে।
[৬] এদিকে ঈদের দিন রোগিদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। সম্পাদনা: মেহেদী হাসান