সাকিবুল আলম: [২] পাকিস্তানের জ্যেষ্ঠ আইনজীবী মির্জা আখতার আলি তার প্রাতঃভ্রমণের সময় দুটি পোষা কুকুরের কামড়ে গুরুতর আহত হন। গত মাসে করাচিতে এ ঘটনাটি ঘটে। এরপর পোষা কুকুর দুটির মালিক হুমায়ুন খানের সঙ্গে আউট অব কোর্ট নিষ্পত্তির মাধ্যমে এ দন্ডাদেশ ধার্য করা হয়। ইন্ডিয়া ডট কম
[৩] জার্মান শেফার্ড কুকুর দুটি কোনো কারণ ছাড়াই সেই আইনজীবীকে আক্রমণ করেছিলো বলে জানা যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কুকুর দুটি ওই আইনজীবীর দিকে দ্রুতবেগে ধেয়ে আসে এবং তাকে মাটিতে ফেলে দেয়। গালফ নিউজ
[৪] কুকুরের মৃত্যুদণ্ডাদেশ দেওয়ার মাধ্যমে পাকিস্তানের আদালত একটি অভূতপূর্ব ও উদ্ভট রায় দিয়েছে বলে মন্তব্য করেছে ভারতীয় গণমাধ্যম। সম্পাদনা: সুমাইয়া ঐশী