শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:৩৬ দুপুর
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শীর্ষ দুইয়ে বাংলাদেশ, ভারত-নিউজিল্যান্ডকে টপকে সেরা পাঁচে আয়ারল্যান্ড

মাহিন সরকার: [২] ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ ও আয়ারল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডের পর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের সর্বশেষ পয়েন্ট টেবিলে এসেছে বেশ কিছু পরিবর্তন। একদিকে ৩-০ তে সিরিজ জিতে শীর্ষস্থান আরো মজবুত করেছে ইংলিশরা। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারতকে টপকে গেছে আইরিশরা। অন্যদিকে এখনো দুইয়ে অবস্থান ধরে রেখেছে টাইগাররা।

[৩] শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে বেন স্টোকসের দল। আগে ব্যাট করতে নেমে বাবর আজমের ক্যারিয়ার সেরা ১৫৮ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ পাকিস্তান। জবাবে ৩ উইকেট ও ২ ওভার হাতে রেখে জেমস ভিন্সের সেঞ্চুরিতে লক্ষ্যে পৌছে যায় ইংল্যান্ড।

[৪] এর ফলে তিন ম্যাচে ৩০ পয়েন্ট অর্জন করে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে ইংলিশরা। তাদের পরেই দুইয়ে ৫০ পয়েন্ট নিয়ে আছে বাংলাদেশ। সমান ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে ৩ ও ৪ এ আছে অস্ট্রেলিয়া ও পাকিস্তান।

[৫] দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে পাঁচে উঠে এসেছে আয়ারল্যান্ড। মঙ্গলবার ১৩ জুলাই প্রথমবারের মতো ওয়ানডেতে প্রোটিয়াদের হারায় আইরিশরা। এদিন আগে ব্যাট করতে নেমে ২৯০ রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে ২৪৭ রানে অলআউট হয় সফরকারী দক্ষিণ আফ্রিকা।

[৬] আয়ারল্যান্ড টপকে গেছে সমান ৩০ পয়েন্টে ৬,৭ ও ৮ এ অবস্থান করা নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উইন্ডিজদের। ২৯ পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান করা ভারতকেও ছাড়িয়ে গেছে তারা। আয়ারল্যান্ডের কাছে হেরে নেদারল্যান্ডসের পেছনে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। ১০ এ অবস্থান করছে ডাচরা আর ১১ তে চলে গেছে দক্ষিণ আফ্রিকা। ১২ নম্বরে ১৩ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা অবস্থান করছে। আর সবার শেষে ১০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে জিম্বাবুয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়