শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ জুলাই, ২০২১, ০৩:১৮ রাত
আপডেট : ১৪ জুলাই, ২০২১, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রেজা ঘটক: ফুটবল স্পোর্টসশিপের চূড়ান্ত খেলা

রেজা ঘটক: ফুটবল খেলা নিয়ে আমার অবস্থান : ১. আমি যখন থেকে ফুটবল খেলি এবং ফুটবল খেলা পছন্দ করি, তখন থেকেই ইতালির সমর্থক। তোমরা যেমন ব্রাজিল বা আর্জেন্টিনার সমর্থক, আমিও তেমনি ইতালির সমর্থক। ব্যাপারটা কী বোঝা গেলো? ২. টুর্নামেন্টে আমার দল হেরে গেলে বা বিদায় নেবার পরেও আমি অবশিষ্ট খেলা দেখি। কারণ আমি ফুটবল ভালোবাসি। আর খেলা দেখতে হলে অবশ্যই কোনো একটি দল সাপোর্ট করতে হয়। যে কারণে সেই পছন্দেও আমার একটি তালিকা আছে। আমার দ্বিতীয় পছন্দের দল জার্মানি। আর তৃতীয় পছন্দের দল ফ্রান্স। এর বাইরে অন্য কোনো দলের আমি হার্ডকোর সাপোর্টার না। ৩. এছাড়া যেদিন যে খেলা হয়, আমি সবসময় দুর্বল দলকে পছন্দ করি। কারণ দুর্বল দলের মধ্যে আমি একটা স্বপ্ন খুঁজতে থাকি। আর সেটা কার্যকর হলে প্রচুর আনন্দ পাই। ১৯৯০ বিশ্বকাপে আর্জেন্টিনা বনাম ক্যামেরুন-এর খেলা দিয়ে বিশ্বকাপ শুরু হয়। সেই খেলায় ক্যামেরুনকে সমর্থন করে খুব আনন্দ পেয়েছিলাম। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সেদিন ক্যামেরুন ১ গোলে হারিয়েছিলো।
৪. আমি সবসময় ব্রাজিল এবং আর্জেন্টিনার বিরোধিতা করি। কিন্তু ব্রাজিল বনাম আর্জেন্টিনা খেলা হলে আমি আর্জেন্টিনাকে সমর্থন করি। ৫. বিশ্বকাপ ফুটবলে যে দলগুলো নতুন কোয়ালিফাই করে আমি তাদেরকে সমর্থন করি।

৬. খেলোয়াড় হিসেবে আমি সবচেয়ে বেশি পছন্দ করতাম ম্যারাডোনাকে। কিন্তু খেলায় তার দলের আমি বিরোধিতা করতাম। এছাড়া পছন্দ করতাম রুড গুলিত, মার্কো ভ্যান বাস্তেন, পাওলো রসি, রবার্তো ব্যাজিও, সালভাটোর সিলাচি, লোথার ম্যাথিউজ, রোনাল্ডিনহো, রোমারিও, জিকো, কার্লোস, ফ্রাংকো বারেসি, পাওলো মালদিনি, জিনেদিন জিদান, ব্যাকহাম এদেরকে। ৭. বর্তমানে সবচেয়ে বেশি পছন্দের খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এরপর যাদেরকে পছন্দ করি থমাস মুলার, করিম বেনজেমা, রোমেলু লুকাকু, অ্যাঞ্জেল ডি মারিয়া, রহিম স্টার্লিং, জেমস রুদ্রিগুয়েজ, মেসাত ওজিল, জিয়ানলুইগি বুফন, জেরার্ড পিক, ইডেন হাজার্ড, মোহামেদ সালাহ, কাইলিয়ান এমবাপে, কেভিন ডি ব্রুইনি, সার্জিও রামোস ও আরো অনেককে। ৮. ২০২২ সালের কাতার বিশ্বকাপে ইতালিকে আমি সম্ভাব্য চ্যাম্পিয়ন মনে করি। ৯. ফুটবল খেলাকে আমি স্পোর্টসশিপের চূড়ান্ত বলে মনে করি। অন্য কোনো খেলায় এত উত্তেজনা নেই। বাজে রেফারিং আমি চূড়ান্তভাবে অপছন্দ করি। ১০. বিশ্বকাপের পর আমি লা লিগাকে চূড়ান্ত প্রতিযোগিতা মনে করি। আমি একজন রিয়াল মাদ্রিদের সমর্থক। ১১. ফুটবলকে আমি চূড়ান্ত স্পোর্টস হিসেবে দেখি। তাই খেলা চলাকালীন যেসব আচরণ করি, খেলা শেষেই তা ভুলে যাই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়