শিরোনাম
◈ তারেক রহমানের জন্য বাসভবন, অফিস প্রস্তুত ◈ লাগেজ না খুলেই বিস্ফোরক শনাক্ত: বিমানবন্দরে বসছে ইটিডি মেশিন ◈ নির্বাচন পর্যবেক্ষণে মিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ◈ হাদিকে গুলি, তদন্তে উঠে এলো আঁতকে ওঠার মতো তথ্য  ◈ মুসলিমদের ভোটাধিকার বঞ্চিত করতে ভারতে ভোটার তালিকা সংশোধন  ◈ হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের মা-বাবা গ্রেপ্তার ◈ বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা ◈ সিঙ্গাপুরে হাদির চিকিৎসা: সর্বশেষ পরিস্থিতি জানালেন ভাই ওমর বিন হাদি ◈ ইউরোপযাত্রায় নৌকাডুবি: মাল্টার কাছে উদ্ধার ৫৯ বাংলাদেশিসহ ৬১ অভিবাসী ◈ হাদিকে হত্যাচেষ্টা: ব্যবহৃত মোটরসাইকেলের মালিকানা নিয়ে আদালতে নতুন তথ্য দিল কবির

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২১, ০৭:৫০ বিকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০৭:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএলের আগামী আসর আয়োজনে বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসের প্রকোপের কারণে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর দুই ধাপে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টটির এবারের আসর সফলভাবে শেষ হলেও পরবর্তী আসর আয়োজন নিয়ে বিপাকে পড়তে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

[৩] আন্তর্জাতিক সিরিজের কারণে সূচি তৈরিতে বিপাকে পড়তে হচ্ছে পাকিস্তানকে। প্রতি বছর ফেব্রুয়ারি-মার্চে পিএসএল অনুষ্ঠিত হলেও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের জন্য ২০২২ সালের আসরটি এপ্রিল-মে মাসে আয়োজনের পরিকল্পনা করছে পিসিবি।

[৪] আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। যা কিনা ১৯৯৮-৯৯ সালের পর অস্ট্রেলিয়ার প্রথম পাকিস্তান সফর। এদিকে সেই সময় মাঠে গড়ানোর কথা রয়েছে পিএসএলের পরবর্তী আসর। তবে দীর্ঘদিন পর অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দেয়ার সুযোগ পেয়ে পিএসএল পিছিয়ে দেয়ার কথা ভাবছে পাকিস্তান।

[৫] করোকালীন টুর্নামেন্ট শেষ করতে প্রায় ৪৭ দিনের উইন্ডো লাগবে পিসিবির। সচরাচর ফেব্রুয়ারি-মার্চে হলেও পিসিবির এবারের ভাবনায় এপ্রিল-মে। আগামী ২৫ ডিসেম্বর থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত পাকিন্তানের জন্য আরও একটি উইন্ডো খোলা রয়েছে।

[৬] যদিও বিদেশ ক্রিকেটার নিয়ে সেখানেও খানিকটা সমস্যার খে পড়তে হবে আয়োজকদের। আন্তর্জাতিক সূচির কারণে সেরা পাঁচটি দলের বিদেশি ক্রিকেটারদের পাবে না তাঁরা। যে কারণে সেই সময় টুর্নামেন্ট আয়োজন করতে চায় না তাঁরা।

[৭] সেই সময় টুর্নামেন্ট আয়োজন করতে না চাওয়ার আরও একটি বড় কারণ ভেন্যুর সঙ্কট। সেই মাসে কেবল করাচিতেই খেলা আয়োজন করা সম্ভব। কারণ সেই সময় ধোঁয়ার কারণে পাঞ্জাব এবং লাহোর, মুলতান ও রাওয়ালপিন্ডির তিনটি ভেন্যুতে খেলা যায় না। - জিও নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়