স্পোর্টস ডেস্ক : [২] কোপা আমেরিকার জয়ের পর আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি দেশে ফেরায় তাকে ঝলক দেখতে হাজার হাজার দর্শক ভিড় করে মেসির শহর রোজারিওতে। মেসির বাড়ির সামনে সবাই অপেক্ষায় থাকে মেসির সাথে ছবি তুলতে কিংবা একটি অটোগ্রাফের আশায়।
করোনার কারণে ছবি তোলার সুযোগ না পেলেও ভক্তদের হতাশ করেননি এই ফুটবল জাদুকর। ভক্তদের ছুড়ে দেয়া জার্সি মাটি থেকে তুলে স্বাক্ষর করলেন মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই ভিডিও।
[৩] করোনার বিধিনিষেধ এর কারণে ভক্তদের পোহাতে হচ্ছে ভোগান্তি। তাইতো এলএমটেনকে দেখেই অটোগ্রাফের আশায় জার্সি ছুঁড়ে মেরেছিলো তার ভক্তরা। আর সেই জার্সিটি মাটি থেকে তুলে হাসিমুখে স্বাক্ষর করেছেন আর্জেন্টিনার অধিনায়ক মেসি।
[৪] গত রোববার শেষ হয়েছে আলবিসেলেস্তাদের ২৮ বছরের অপেক্ষা। পুরো টুর্নামেন্ট জুড়ে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন মেসি। শিরোপার পাশাপাশি অপ্রতিরোধ্য মেসির হাতেই উঠেছে কোপার গোল্ডেন বল ও বুট। - গোল ডটকম