শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৯:২০ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২১, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অর্ধেক আসন ফাঁকা রেখে বৃহস্পতিবার থেকে চলবে ট্রেন

সাদেক আলী: কোরবানির ঈদ সামনে রেখে আগামী বৃহস্পতিবার থেকে অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চলাচল শুরু হচ্ছে। তবে টিকেট বিক্রি হবে অনলাইনে। সূত্র: প্রথম আলো

সরকার ঈদ ঘিরে ১৫ থেকে ২২ জুলাই বিধিনিষেধ শিথিল করায় ট্রেন চলাচলের বিষয়ে এই সিদ্ধান্ত হয়েছে বলে রেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় সরকার তথ্য বিবরণীতে বিধিনিষেধ শিথিল করার কথা জানায়।

এর আগে বিকালে এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন প্রথম আলোকে বলেছিলেন, যদি সরকার গণপরিবহন চালুর সিদ্ধান্ত নেয়, তাহলে ১৫ জুলাই থেকে অর্ধেক যাত্রী নিয়ে ট্রেন চলবে। তখন টিকিট বিক্রি হবে অনলাইনে।

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে ১ জুলাই থেকে সারা দেশে সর্বাত্মক বিধিনিষেধ চলছে। ১৪ জুলাই বুধবার পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা রয়েছে। এখন ঈদ সামনে রেখে আট দিনের জন্য বিধিনিষেধ শিথিল করা হল। ঈদের পর ২৩ জুলাই থেকে আবার কঠোর বিধিনিষেধ কার্যকর হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানিয়েছে, বিধিনিষেধ শিথিলের সময়ে স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের গণপরিবহন চলবে এবং শপিং মলসহ দোকানপাট খোলা থাকবে। তবে তখনো গণপরিবহনে আসনসংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলতে হবে।

এদিকে দেশে এক দিনে করোনাভাইরাস সংক্রমণে সর্বোচ্চসংখ্যক রোগী শনাক্তের রেকর্ড হয়েছে আজ সোমবার। দেশে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৭৬৮ জন। রোগী শনাক্তের এই সংখ্যা এক বছরের বেশি সময় ধরে চলমান মহামারির মধ্যে এক দিনে সবচেয়ে বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছে ২২০ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়