রাজু চৌধুরী: [২] সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান পিবিআইয়ের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
[৩] ৫ জুলাই পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা সন্তোষ চাকমা তিন আসামির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছিলেন।
[৪] তারা হলেন কামরুল শিকদার ওরফে মুছা, এহতেশামুল হক ওরফে ভোলা ও মো. কালু। এদের মধ্যে মুছা ও কালু শুরু থেকে নিখোঁজ। ভোলা গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে পলাতক।
[৫] নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেছেন, আসামিদের বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশটি যথাযত কর্তৃপক্ষের মাধ্যমে দেশের সব স্থল ও বিমানবন্দরে পাঠিয়ে দেওয়া হবে। সম্পাদনা : মুরাদ হাসান