মাহিন সরকার : [২] শেষ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। ওই ম্যাচে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।
[৩] এর আগে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ১৪ জুলাই দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে একদিনের এই প্রস্তুতি ম্যাচটি। প্রস্তুতি ম্যাচের পর আগামী ১৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ।
[৪] বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ এবং ২০ জুলাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২৩, ২৫ এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। টি-টোয়েন্টি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ মিনিটে।
[৫] বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।