শিরোনাম
◈ রায়ের পর হাসিনাকে ফেরত দেয়ার দাবি জোরালো হচ্ছে ◈ রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি, চার মাসে এলো এক লাখ ১৯ হাজার কোটি টাকা ◈ প্রবাসী ভোটারদের সতর্কতা: ঘোষণাপত্রে স্বাক্ষর না দিলে পোস্টাল ভোট বাতিল ◈ তত্ত্বাবধায়ক সরকার প্রধানের বিষয়ে যা জানালেন শিশির মনির ◈ বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন ◈ ১৯ দিনে প্রবাসী আয় ২ বিলিয়ন ডলার ◈ ডাকসু সদস্য রাফিয়ার বাড়িতে ককটেল নিক্ষেপ, আগুন ◈ জার্মা‌নি‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালের পথে ভারত ◈ ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে কেবল দুধেল গাভী হিসেবে দেখেন ◈ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৭:০৯ বিকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৭:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ও জিম্বাবুয়ের সিরিজের প্রথম ওয়ানডে ১৪ জুলাই

মাহিন সরকার : [২] শেষ হয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের একমাত্র টেস্ট ম্যাচ। ওই ম্যাচে জিম্বাবুয়েকে ২২০ রানে হারিয়ে প্রথমবারের মতো জিম্বাবুয়ের মাটিতে টেস্ট সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজের পর এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল।

[৩] এর আগে জিম্বাবুয়ে একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ১৪ জুলাই দুপুর ১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে একদিনের এই প্রস্তুতি ম্যাচটি। প্রস্তুতি ম্যাচের পর আগামী ১৬ জুলাই প্রথম ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ।

[৪] বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ এবং ২০ জুলাই। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১:৩০ মিনিটে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। ২৩, ২৫ এবং ২৭ জুলাই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ম্যাচগুলো। টি-টোয়েন্টি ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় বিকাল ৪:৩০ মিনিটে।

[৫] বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : তামিম ইকবাল (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও শরিফুল ইসলাম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়