সাকিবুল আলম: [২] তেহরিক-ই-তালেবানের মুখপাত্র সোহেল শাহিন বলেন, আফগানের বর্তমান পরিস্থিতিতে মধ্যস্থতা করতে পাকিস্তান আমাদের সাহায্য করতে পারে। কিন্তু তারা তাদের মতাদর্শ আমাদের ওপর চাপিয়ে দিতে পারে না। জিও নিউজ
[৩] পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে সোহেল শাহিন বলেন, আমরা তাদের সঙ্গে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। পাকিস্তান একটি মুসলমান সংখ্যাগরিষ্ট দেশ। তাদের সঙ্গে আমাদের ঐতিহাসিক, ধর্মীয় এবং সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে। ডেইলি টাইমস
[৪] তিনি আরও জানান, অন্য দেশের বিষয়ে নাক গলানো আন্তর্জাতিক নীতিরও পরিপন্থী। এদিকে আফগান তালেবান শাখার প্রধান মোল্লা হাইবাতুল্লা আখুনজাদার প্রতি আনুগত্য প্রকাশ করেছেতেহরিক-ই-তালেবানের পাকিস্তান শাখার আমির।
[৫] এ বিষয়ে শাহিন বলেন, তালেবানের পাকিস্তান শাখার আমির আমাদের নেতার প্রতি আনুগত্য প্রকাশ করে শপথ করেছে কিনা তা আমার জানা নেই। আমরা আমাদের মাটি কেনো একক ব্যক্তি কিংবা গোষ্ঠী কাউকেই ব্যবহার করতে দেবো না। আমি এর আগেও বহু সাক্ষাৎকারে এ কথা বলেছি এবং আমি মনে করি আমাদের অবস্থান সবার কাছেই পরিষ্কার সম্পাদনা: সুমাইয়া ঐশী