শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১২ জুলাই, ২০২১, ০৪:১৬ সকাল
আপডেট : ১২ জুলাই, ২০২১, ০৪:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথম ফাইনালে উঠে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে খালি হাতেই ফিরলো ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক : লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পেনাল্টি শুট-আউটে ইংল্যান্ডকে ২-৩ গোলে হারিয়ে ইউরো কাপের শিরোপা জিতেছে ইতালি। অন্যদিকে, ১৯৬৬ বিশ্বকাপের পর প্রথম বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে উঠলেও শিরোপা অধরাই থেকে গেল ইংলিশদের।

'ফুটবল ঘরে ফিরবে' এই আশায় ওয়েম্বলিতে উপস্থিত ৬০ হাজার ইংল্যান্ড সমর্থকের চিৎকার আর গর্জনে শুরু থেকেই ইতালিয়ানদের ত্রাহি ত্রাহি অবস্থা। কিন্তু স্বাগতিক দর্শকদের শেষে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হলো।

টাইব্রেকারে ইতালির প্রথমটি গোল। শট নেন ডোমেনিকো বেরারদি। ১-০।
ইংল্যান্ডের প্রথম শট নেন অধিনায়ক হ্যারি কেইন। গোল। ১-১।
ইতালির দ্বিতীয় শট নেন আন্দ্রে বেলোত্তি। ঠেকিয়ে দেন জর্ডান পিকফোর্ড। ১-১।
ইংল্যান্ডের দ্বিতীয় শট, হ্যারি মাগুইরে। গোল।১-২।
ইতালির তৃতীয় শট নেন লিওনার্দো বনুচ্চি। গোল। ২-২।
ইংল্যান্ডের তৃতীয় শট নেন মার্কাস রাশফোর্ড। কিন্তু বলটি তিনি মেরে দেন বাম পাশের পোস্টে। গোল হলো না। ২-২।
ইতালির চতুর্থ শট নেন ফেডেরিকো বার্নার্ডেশি। গোল। ৩-২।
ইংল্যান্ডের চতুর্থ শট নেন জ্যাডন সানচো। ঠেকিয়ে দেন গোলরক্ষ ডোনারুমা। গোল হলো না। ৩-২।
ইতালির শেষ নন জর্জিনহো। কিন্তু তার শট ঠেকিয়ে দেন পিকফোর্ড। গোল হলো না। ৩-২।
ইংল্যান্ডের শেষ শট নেন বুকাইয়ো সাকা। তার শটও ঠেকিয়ে দেন ডোনারুমা। গোল হলো না। ৩-২ ব্যবধানে জিতে ইউরো চ্যাম্পিয়ন ইতালি।

ইংলিশ ফুটবলাররা একের পর এক মিস করেছেন। অন্যদিকে ইতালিও মিস করেছিল। কিন্তু শেষ পর্যন্ত গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুমার অসাধারণ নৈপূণ্যে জয় হলো ইতালির। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে কাঁদিয়ে ৫৩ বছর পর আবারও ইউরোর শিরোপা উঠলো আজ্জুরিদের হাতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়