শিরোনাম
◈ পর্তুগালের নতুন আইন, অভিবাসীদের জন্য দুঃসংবাদ  ◈ নির্বাচনের তফসিল এখনো চূড়ান্ত নয়—গণমাধ্যমকে সতর্ক করলেন ইসি সচিব ◈ ব্রাদার্স ইউ‌নিয়ন‌কে ৫-১ গো‌লে হারা‌লো বসুন্ধরা কিংস  ◈ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মীদের বিশ্ববিদ্যালয়গুলোয়  'ক্লাস ও পরীক্ষা বন্ধ'  ◈ একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোট: প্রস্তুত ৪২ হাজার ভোটকেন্দ্র, ঝুঁকিপূর্ণ ৮ হাজারের বেশি ◈ কাতার নয়, খালেদার জন্য জার্মানি থেকে আসছে এয়ার অ্যাম্বুলেন্স ◈ চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে: মির্জা ফখরুল ◈ দুর্যোগ মোকাবিলায় ভলান্টিয়ারদের ভূমিকা শক্তিশালী করতে সরকারের নতুন পরিকল্পনা ◈ খালেদা জিয়ার জন্য সারাদেশে বিশেষ দোয়া ◈ কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে যেসব সুবিধা রয়েছে

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখার ‘টিম ফর কোভিড ডেথ’ স্বেচ্ছাসেবী সংগঠনকে বন ও পরিবেশ মন্ত্রীর অনুদান

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় করোনায় মারা যাওয়া লাশের গোসল ও দাফন-কাফনে নিয়োজিত সামাজিক সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’কে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

[৩] রোববার দুপুরে পরিবেশমন্ত্রী তার প্রতিনিধি প্রভাষক অলিউর রহমান পারভেজের মাধ্যমে অনুদানের অর্থ সংগঠনের প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিনের হাতে তুলে দিয়েছেন।

[৪] জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে অনেকে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির দাফন-কাফনে কেউ অংশ নিচ্ছে না। ফলে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন করা হচ্ছে না। এই বিষয়টি সমাজসেবক সাহাব উদ্দিনকে নাড়া দেয়। এরপরই তিনি ২০ সদস্যের ‘টিম ফর কোভিড ডেথ’ নামে একটি টিম গঠন করেন। টিম গঠনের পর থেকেই বড়লেখা ও জুড়ী উপজেলার কোথাও করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে খবর পেলেই টিম নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে হাজির হন টিম লিডার সাহাব উদ্দিন। এরপরই স্বাস্থ্যবিধি মেনে তারা মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেন।

[৫] ‘টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে স্বজনদের মুখ ফিরিয়ে নেওয়া লাশের দাফন কাফনে তারা এগিয়ে আসেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চাহিদামত তাদেরকে করোনা সংক্রমণ প্রতিরোধের উপকরণ সরবরাহ করেনি। বেশির ভাগই ব্যক্তিগতভাবে তারা সংগ্রহ করতেন। তাই নানা সংকটের মধ্যেও তাদের এ মানবিক কার্যক্রম চালিয়ে যান। এ পর্যন্ত তারা বড়লেখা ও জুড়ী উপজেলায় ১০ জন করোনা রোগীর লাশ দাফন করেছেন। এ সংকটকালীন মুহুর্তে পরিবেশমন্ত্রীর এ অনুদান তাদেরকে অনুপ্রাণিত করার পাশাপাশি লাশ দাফনের সংকট কাটাতেও বিশেষ অবদান রাখবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়