শিরোনাম
◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১১:৩৪ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বড়লেখার ‘টিম ফর কোভিড ডেথ’ স্বেচ্ছাসেবী সংগঠনকে বন ও পরিবেশ মন্ত্রীর অনুদান

স্বপন দেব: [২] মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলায় করোনায় মারা যাওয়া লাশের গোসল ও দাফন-কাফনে নিয়োজিত সামাজিক সংগঠন ‘টিম ফর কোভিড ডেথ’কে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।

[৩] রোববার দুপুরে পরিবেশমন্ত্রী তার প্রতিনিধি প্রভাষক অলিউর রহমান পারভেজের মাধ্যমে অনুদানের অর্থ সংগঠনের প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিনের হাতে তুলে দিয়েছেন।

[৪] জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে অনেকে মারা যাচ্ছেন। এই পরিস্থিতিতে মৃত ব্যক্তির দাফন-কাফনে কেউ অংশ নিচ্ছে না। ফলে ইসলাম ধর্মের রীতি অনুযায়ী মৃত ব্যক্তির লাশ দাফন-কাফন করা হচ্ছে না। এই বিষয়টি সমাজসেবক সাহাব উদ্দিনকে নাড়া দেয়। এরপরই তিনি ২০ সদস্যের ‘টিম ফর কোভিড ডেথ’ নামে একটি টিম গঠন করেন। টিম গঠনের পর থেকেই বড়লেখা ও জুড়ী উপজেলার কোথাও করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে খবর পেলেই টিম নিয়ে মৃত ব্যক্তির বাড়িতে হাজির হন টিম লিডার সাহাব উদ্দিন। এরপরই স্বাস্থ্যবিধি মেনে তারা মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেন।

[৫] ‘টিম ফর কোভিড ডেথ’র প্রতিষ্ঠাতা টিম লিডার সাহাব উদ্দিন বলেন, মানবিক দায়বদ্ধতা থেকে স্বজনদের মুখ ফিরিয়ে নেওয়া লাশের দাফন কাফনে তারা এগিয়ে আসেন। উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ চাহিদামত তাদেরকে করোনা সংক্রমণ প্রতিরোধের উপকরণ সরবরাহ করেনি। বেশির ভাগই ব্যক্তিগতভাবে তারা সংগ্রহ করতেন। তাই নানা সংকটের মধ্যেও তাদের এ মানবিক কার্যক্রম চালিয়ে যান। এ পর্যন্ত তারা বড়লেখা ও জুড়ী উপজেলায় ১০ জন করোনা রোগীর লাশ দাফন করেছেন। এ সংকটকালীন মুহুর্তে পরিবেশমন্ত্রীর এ অনুদান তাদেরকে অনুপ্রাণিত করার পাশাপাশি লাশ দাফনের সংকট কাটাতেও বিশেষ অবদান রাখবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়