স্বপন দেব: [২] মৌলভীবাজারে সিনোফার্মের ২৯ হাজার ৬’শত ডোজ ঠঊজঙঈঊখখ টিকা এসে পৌঁছেছে।
[২] রোববার (১১ জুলাই) দুপুর ২ টায় এসব টিকা গ্রহণ করেছেন সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদসহ টিকা গ্রহণ কমিটির সদস্যরা।
[৩] জেলা সির্ভিল সার্জন বলেন, টিকা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। পূর্বে রেজিস্টার্ড অথবা ৩৫ বছর ঊর্ধ্ব ব্যক্তিবর্গ নতুন রেজিষ্ট্রেশন করে ১ম ডোজ টিকা গ্রহণ করতে পারবেন।