শিরোনাম
◈ ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা ◈ জামায়াতের সঙ্গে জোট করার কারণ জানাল এনসিপি (ভিডিও) ◈ নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন মাহফুজ আলম ◈ দেশে প্রবাসী আয়ে রেকর্ড ঢল: ডিসেম্বরের প্রথম ২৭ দিনে এলো ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ◈ জানুয়ারিতে চালু হবে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট  ◈ হাদির খুনিদের দুই সাহায্যকারীকে আটকের দাবি নাকচ করল মেঘালয় পুলিশ ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে,আগামী ১০ দিনের মধ্যে চার্জশিট : স্বরাষ্ট্র উপদেষ্টা ◈ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ সিদ্ধান্ত বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি ◈ তাহেরির মাহফিল বন্ধ করেছে উপজেলা প্রশাসন, জানা গেল কারণ ◈ সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা প্রত্যাখ্যান বাংলাদেশের

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশব্যাপি সোমবার থেকে সিনোফার্ম আর মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার ও জেরিন আহমেদ: [২] দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে এ টিকা পাঠানো শুরু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের র্ভাচ্যুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান কোভিড-১৯ টিকাদান ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং এমএনসি অ্যান্ড এএইচ এর লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

[৩] তিনি বলেন, গণপরিসরে যুক্তরাষ্ট্রের মডার্না টিকা প্রয়োগ শুরু করছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। আগামী মঙ্গলবার থেকে এই টিকা দেয়া শুরু হবে। করোনাভাইরাস রোধে আগামীকাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হবে।

[৪] ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার রাতেই সিটি করপোরেশনের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। দেশে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা চলতি মাসের শুরুতে এসেছে। এ টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এর আগে গত মে মাসে ১ লাখ ছয়শ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছিল জোটটি।

[৫] তিনি আরও বলেন, দেশে গত সাত ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পরতে হয়েছিলো। বর্তমানে দেশে আবার টিকা আসা শুরু হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়