শিরোনাম
◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল ◈ প্রতিবেশী সবার সঙ্গে ভবিষ্যতের ভিত্তি গড়াই সরকারের অগ্রাধিকার: প্রধান উপদেষ্টা ◈ আফটারশক কতটা বিপজ্জনক? কারণ, সময় ও সতর্কতা এক নজরে ◈ ৮০০ বছর ধরে শক্তি জমছে নরসিংদী অঞ্চলে, বড় ভূমিকম্প হবেই

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশব্যাপি সোমবার থেকে সিনোফার্ম আর মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার ও জেরিন আহমেদ: [২] দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে এ টিকা পাঠানো শুরু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের র্ভাচ্যুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান কোভিড-১৯ টিকাদান ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং এমএনসি অ্যান্ড এএইচ এর লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

[৩] তিনি বলেন, গণপরিসরে যুক্তরাষ্ট্রের মডার্না টিকা প্রয়োগ শুরু করছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। আগামী মঙ্গলবার থেকে এই টিকা দেয়া শুরু হবে। করোনাভাইরাস রোধে আগামীকাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হবে।

[৪] ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার রাতেই সিটি করপোরেশনের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। দেশে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা চলতি মাসের শুরুতে এসেছে। এ টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এর আগে গত মে মাসে ১ লাখ ছয়শ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছিল জোটটি।

[৫] তিনি আরও বলেন, দেশে গত সাত ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পরতে হয়েছিলো। বর্তমানে দেশে আবার টিকা আসা শুরু হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়