শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশব্যাপি সোমবার থেকে সিনোফার্ম আর মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার ও জেরিন আহমেদ: [২] দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে এ টিকা পাঠানো শুরু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের র্ভাচ্যুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান কোভিড-১৯ টিকাদান ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং এমএনসি অ্যান্ড এএইচ এর লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

[৩] তিনি বলেন, গণপরিসরে যুক্তরাষ্ট্রের মডার্না টিকা প্রয়োগ শুরু করছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। আগামী মঙ্গলবার থেকে এই টিকা দেয়া শুরু হবে। করোনাভাইরাস রোধে আগামীকাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হবে।

[৪] ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার রাতেই সিটি করপোরেশনের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। দেশে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা চলতি মাসের শুরুতে এসেছে। এ টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এর আগে গত মে মাসে ১ লাখ ছয়শ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছিল জোটটি।

[৫] তিনি আরও বলেন, দেশে গত সাত ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পরতে হয়েছিলো। বর্তমানে দেশে আবার টিকা আসা শুরু হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়