শিরোনাম
◈ রাজধানীতে আরেক হত্যাকাণ্ড: কদমতলীতে ভাঙারি ব্যবসায়ী নিহত ◈ ঢাকা-১৭ এ তারেক রহমানের প্রার্থিতা: ভোটের মাঠে নতুন হিসাব ◈ পুশইন, হাদি হত্যা ও ভিসা সংকটে টানাপোড়েন: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াল ◈ কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে: রুমিন ফারহানা (ভিডিও) ◈ ভারতে বসে হাদি হত্যার নির্দেশ: অভিযোগপত্রে উঠে এলো কার কী ভূমিকা ◈ আবাসন ঋণের সর্বোচ্চ সীমা পুনর্নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক ◈ ভারত বা‌দে যেখানেই খেলা হোক, প্রস্তুত বাংলাদেশ দল ◈ পোস্টাল ব্যালটে ১৫ লাখ ভোটার, বদলে যেতে পারে নির্বাচনের সমীকরণ ◈ বিদেশি পর্যবেক্ষকদের খরচ বহনের ‘বৈষম্যমূলক’ সিদ্ধান্ত বাতিল চায় টিআইবি ◈ তারেক রহমানের সঙ্গে ইইউ দলের সাক্ষাৎ, যে আলোচনা হলো

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:৫১ বিকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৮:২৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশব্যাপি সোমবার থেকে সিনোফার্ম আর মঙ্গলবার থেকে মডার্নার টিকা দেয়া শুরু হবে: স্বাস্থ্য অধিদপ্তর

শাহীন খন্দকার ও জেরিন আহমেদ: [২] দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ইতোমধ্যে এ টিকা পাঠানো শুরু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের র্ভাচ্যুয়াল ব্রিফিংয়ে এ তথ্য জানান কোভিড-১৯ টিকাদান ও ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব এবং এমএনসি অ্যান্ড এএইচ এর লাইন ডিরেক্টর ডা. শামসুল হক।

[৩] তিনি বলেন, গণপরিসরে যুক্তরাষ্ট্রের মডার্না টিকা প্রয়োগ শুরু করছে সরকার। যুক্তরাষ্ট্র থেকে আসা কোভ্যাক্স সুবিধায় পাওয়া মডার্নার টিকা দেয়া হবে দেশের ১২ সিটি করপোরেশন এলাকায়। আগামী মঙ্গলবার থেকে এই টিকা দেয়া শুরু হবে। করোনাভাইরাস রোধে আগামীকাল সোমবার থেকে দেশের জেলা, উপজেলা হাসপাতালগুলোতে চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ শুরু হবে। আজকের মধ্যেই সারাদেশের টিকা কেন্দ্রগুলোতে সিনোফার্মের টিকা পৌঁছে দেয়া হবে।

[৪] ডা. শামসুল হক বলেন, গতকাল শনিবার রাতেই সিটি করপোরেশনের টিকা কেন্দ্রগুলোতে মডার্নার টিকা পৌঁছে দেওয়া হয়েছে। দেশে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় মডার্নার ২৫ লাখ ডোজ টিকা চলতি মাসের শুরুতে এসেছে। এ টিকা মাইনাস ১৫ থেকে মাইনাস ২৫ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এর আগে গত মে মাসে ১ লাখ ছয়শ ডোজ ফাইজারের টিকা পাঠিয়েছিল জোটটি।

[৫] তিনি আরও বলেন, দেশে গত সাত ফেব্রুয়ারি থেকে করোনা ভাইরাস প্রতিরোধী টিকাদান কর্মসূচি জাতীয়ভাবে শুরু হয়। কিন্তু মাঝে টিকা স্বল্পতার কারণে কিছুটা সংকটে পরতে হয়েছিলো। বর্তমানে দেশে আবার টিকা আসা শুরু হয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়