শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ঘিরে বিশ্ববিদ্যালয় রণক্ষেত্র, পুলিশ মোতায়েন ◈ খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে মেডিকেল বোর্ডের সভা অনুষ্ঠিত, পরীক্ষা-নিরীক্ষা শেষে সিদ্ধান্ত ◈ চুয়াডাঙ্গায় পানের বরজে আগুন ◈ মিল্টন সমাদ্দারের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করবে ডিবি ◈ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি ◈ নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানিয়েছে বিজেপি ◈ মানবপাচার ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রিসহ বিভিন্ন অভিযোগে মিল্টন সমাদ্দারকে জিজ্ঞাসাবাদ করা হবে: ডিবি প্রধান ◈ চুয়াডাঙ্গা ও যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৪৩ ডিগ্রি ◈ কুমিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার আসামি গ্রেপ্তার  ◈ সম্মিলিত প্রচেষ্টায় ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব: প্রধান বিচারপতি 

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০৫:০২ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনা: সপ্তাহের ব্যবধানে মৃত্যু বেড়েছে ৪৯ শতাংশ

নিউজ ডেস্ক: প্রাণঘাতী কভিড-১৯-এ আক্রান্ত রোগীর মৃত্যুহার সপ্তাহের ব্যবধানে ৪৯ শতাংশ বেড়েছে। গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা ১২ শতাংশ বৃদ্ধির বিপরীতে শনাক্তের সংখ্যা বেড়েছে ১২ শতাংশ। চারদিন পর গতকাল দৈনিক শনাক্তের সংখ্যা ১০ হাজারের নিচে নেমেছে। এ সময়ে ৮ হাজার ৭৭২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে ১৮৫ জন কভিড-১৯ পজিটিভ রোগীর। দেশে কভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ৪ থেকে ১০ জুলাই পর্যন্ত দেশে ১ হাজার ২৭৭ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়। আগের সপ্তাহে মৃত্যুর সংখ্যা ছিল ৮৫৯। এতে সপ্তাহের ব্যবধানে মৃত্যু বেড়েছে ৪৮ দশমিক ৬৬ শতাংশ। একই সঙ্গে গত সপ্তাহে ৭৩ হাজার ৫৯ জনের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে ৩৭ দশমিক ৫৪ শতাংশ বেশি। তবে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে ১২ দশমিক ৩৯ শতাংশ। গত সপ্তাহে ২ লাখ ৩৭ হাজার ৪৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা আগের সপ্তাহের চেয়ে মাত্র ২৬ হাজার বেশি।

এদিকে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পরদিন গতকাল মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে। গত শুক্রবার একদিনে ১১ হাজার ৩২৪ জন রোগী শনাক্ত হয়েছিল। আর মারা যান ২১২ জন। সর্বশেষ শনাক্তের সংখ্যা নিয়ে এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে ১০ লাখ ৯ হাজার ৩১৫ জন। আর সর্বমোট মারা গেছেন ১৬ হাজার ১৮৯ জন কভিড-১৯ পজিটিভ রোগী। সর্বশেষ একদিনে ৫ হাজার ৭৫৫ জন করোনা রোগী সুস্থ হওয়ায় মোট সুস্থতার সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৬৮ হাজার ১৩৯।

গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৬১৩টি পরীক্ষাগারে ২৭ হাজার ৮৮৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৯ লাখ ৩১ হাজার ১৫২টি নমুনার করোনা পরীক্ষা করা হয়েছে। দেশে বর্তমানে সক্রিয় কভিড রোগী রয়েছে ১ লাখ ৪১ হাজার জন বলে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে জানা যায়। সর্বশেষ নমুনা পরীক্ষার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ৩১ দশমিক ৪৬ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৬ শতাংশ, শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৬ দশমিক শূন্য ১ শতাংশ। আর মৃত্যুর হার ১ দশমিক ৬০ শতাংশ।

সর্বশেষ শনাক্ত রোগীর মধ্যে ঢাকা বিভাগেই বেশি। এ বিভাগে ৪ হাজার ৪৯২ জন করোনা পজিটিভ হয়েছে। এরপর চট্টগ্রাম বিভাগে শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯২ জন। বাকিদের মধ্যে খুলনা বিভাগে ৭৭২ জন, রাজশাহীতে ৬২০, ময়মনসিংহে ২৪০, রংপুরে ২৭৮, সিলেটে ৩৯৪ এবং বরিশাল বিভাগে ২৮৪ জন রোগী শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন সবচেয়ে বেশি। বিভাগটিতে ৭০ জন করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা জেলায়ই ৩১ জন। বাকিদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২০, রাজশাহীতে ১৩, খুলনায় ৫১, বরিশালে ১০, সিলেটে সাত, রংপুরে ১১ এবং ময়মনসিংহ বিভাগে মারা গেছেন তিনজন কভিড-১৯ পজিটিভ রোগী। মৃতদের বয়স বিবেচনায় ৯২ জনই ষাটোর্ধ্ব ছিলেন। বাকিদের মধ্যে ৫১ জন ৫১ থেকে ৬০ বছর বয়সী, ২২ জন ৪১ থেকে ৫০, ১৩ জন ৩১ থেকে ৪০, পাঁচজন ২১ থেকে ৩০ এবং একজন করে দুজন ১১ থেকে ২০ ও ১০ বছরের নিচে ছিল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়