শিরোনাম
◈ আবারও মে‌সির জোড়া গোলে ইন্টার মায়ামির জয় ◈ এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা ◈ ‘তুমি কেন ফুয়েল কেটে দিলে?’ ভারতীয় বিমান বিধ্বস্তের আগে পাইলটদের শেষ ককপিট ভয়েস রেকর্ডিং ◈ দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য সুখবর: মৃত্যু হলে লাশ দেশে পাঠাবে সরকার, ক্ষতিপূরণ মিলবে বীমার আওতায় (ভিডিও) ◈ বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে যাচ্ছে ভারত: পিউ রিসার্চ ◈ বেপরোয়া বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ছয় মাসে নিহত ৪৩ ◈ স্প‌্যা‌নিশ ক্যাবরেরাই থাক‌ছেন বাংলা‌দেশ ফুটবল দ‌লের কোচ ◈ সন্ধ‌্যায় নেপালের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌ছে বাংলা‌দে‌শের মে‌য়েরা ◈ ঢাকায় হবে এশিয়া কাপের সভা, ভারত অংশ নে‌বে না ◈ এবার যে কারণে বিএনপি থেকে পদত্যাগ করলেন ড. ফয়জুল হক

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ১২:১৩ রাত
আপডেট : ১১ জুলাই, ২০২১, ১২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রউফুল আলম: লোভীরা মরেনি, মরেছে হতদরিদ্র কর্মীরা

রউফুল আলম: ইন্ড্রাস্ট্রিগুলোতে ইন্সপেকশন হয়। ইন্সপেক্টররা অনেক ত্রুটি খুঁজে পান। কিন্তু কোনো ব্যবস্থা নেন না। টাকা পকেটে নিয়ে বাসায় চলে যান! সে টাকায় বাড়ি কিনেন। গাড়ি কিনেন। ছেলে-মেয়েদের ভালো স্কুলে পড়ান। শত কোটি টাকার ইন্ড্রাস্ট্রিতে একশটা অগ্নি নির্বাপক সিলিন্ডার থাকে না। ইমার্জেন্সি ফায়ার এক্সিট থাকে না। কর্মীদের ফায়ার ট্রেনিং দেওয়া হয় না। অগ্নি নির্বাপক ব্যবস্থা রেডি করা থাকে না। প্রতিষ্ঠানের মালিকও এগুলো জানেন। কিন্তু ব্যবস্থা নেন না। শত কোটি টাকার প্রতিষ্ঠানে, নিরাপত্তা ব্যবস্থার জন্য কয়েক লাখ টাকা খরচ করতে নারাজ। সীমাহীন লোভ যখন গ্রাস করে তখনই এমনটি সম্ভব। রানা প্লাজার ঘটনায় হাজার মানুষ মারা গেলো। তাজরীন গার্মেন্টস পুড়ে শতাধিক মানুষ পুড়লো। এগুলো সবই লোভের পরিণাম। কিন্তু লোভীরা মরেনি। মরেছে হতদরিদ্র কর্মীরা।

দুর্ঘটনা আর অবহেলার জন্য মৃত্য এক নয়। এগুলো দুর্ঘটনা না। এগুলো হলো লোভীর থাবায় মৃত্য। হত্যা। পঞ্চাশজন মানুষ পুড়ে গেলো। যেসব ইন্সপেক্টররা টাকা খেয়ে চুপ ছিলেনÑতারা এই হত্যার জন্য দায়ী। মালিক যদি জেনেও ব্যবস্থা না নিয়ে থাকেন, তিনি এই হত্যার জন্য দায়ী। সেইফটির জন্য কার্যকর কোনো ব্যবস্থা না নিয়ে, শুধু দুর্ঘটনা বলে বলে বছর বছর এভাবে মানুষ পুড়িয়ে মারছি আমরা। তারপরও এগুলো নিয়ে বেশি কথা না বলাই ভালো। তাতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। আপাতত ভাবুন, দুনিয়ার সব দেশেই এভাবে আগুনে পুড়ে মানুষ মরে। সুতরাং এগুলো নিয়ে আলোচনা করে দেশের ভাবমূর্তি নষ্ট করার দরকার নেই। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়