শিরোনাম
◈ অজিত দোভালের সঙ্গে ড. খালিলের সৌজন্য সাক্ষাৎ, আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা ◈ আওয়ামী লীগের ভবিষ্যৎ কোনদিকে, শেখ হাসিনার ফাঁসি হলে কি হবে? ◈ মিজানুর রহমান আজহারীর প্রার্থিতার ব্যাপারে যে তথ্য দিল জামায়াত ◈ সিন্ডিকেটের ঝুঁকি—মালয়েশিয়ার শর্ত শিথিলের অনুরোধ বাংলাদেশ সরকারের ◈ অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে কিনা, স্পষ্ট করলেন ফয়েজ তৈয়্যব ◈ মারিয়ানা ট্রেঞ্চে চীনের ভয়ঙ্কর আবিষ্কার, সমুদ্রের ১১ কিমি নিচে যা দেখল চীন, তা কল্পনারও বাইরে! (ভিডিও) ◈ আয়ারল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বড় সংগ্রহের পথে বাংলাদেশ ◈ ভোটে প্রচারণায় তারেক রহমানের ছবি ব্যবহারে এনসিপির আপত্তি ◈ শ্রম আইন সংশোধন বিষয়ে যে বার্তা দিলো ইইউ ◈ সড়ক দুর্ঘটনায় এক মাসে প্রাণ হারাল ৪৪১ জন

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ১১:০৭ দুপুর
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ: ওমপ্রকাশ রাজভর

রাশিদুল ইসলাম : [২] ভারতের উত্তর প্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেছেন, ‘আমরা বিজেপি’র সঙ্গে যাব না, কারণ বিজেপি একটি ডুবন্ত জাহাজ।’ তিনি বৃহস্পতিবার লখনৌতে ওই মন্তব্য করেন। পারসটুডে

[৩] ‘সংকল্প ভাগিদারি মোর্চা’র আহ্বায়ক ও ‘সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি’র সভাপতি ওমপ্রকাশ রাজভর বলেন, ‘বিজেপি গতকাল মন্ত্রিপরিষদ সম্প্রসারিত করে প্রমাণ করেছে যে শান্তি বজায় রাখতে পারেনি। এখন কোনও বর্ণের নেতা বিজেপিতে যান না। রাজ্যে ২০২২ সালে ‘সংকল্প ভাগিদারি মোর্চা’ সরকার গঠিত হবে, এটি নিশ্চিত।’

[৪] অন্যদিকে, ‘সংকল্প ভাগিদারি মোর্চা’র মধ্যে থাকা অন্যতম প্রধান দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন’ (মিম) প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি এমপি লখনৌতে ওম প্রকাশ রাজভরের সঙ্গে বৈঠক করেন। পরে গণমাধ্যমের সাথে আলাপকালে ওয়াইসি বলেন, উত্তর প্রদেশের রাজনীতি কেবল ‘মুসলিম-যাদব’ ফ্যাক্টারের মধ্যে ঘুরবে না। সবার অংশগ্রহণ প্রয়োজন হবে। ওয়াইসি বলেন, ‘উত্তর প্রদেশে সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টি বাদে ‘সঙ্কল্প ভাগিদারি মোর্চা’ বিকল্প হিসেবে আবির্ভূত হবে। মুখ্যমন্ত্রী কে হবেন নির্বাচনের পরে এ বিষয়ে সিদ্ধান্ত হবে।’

[৫] উত্তর প্রদেশের রাজনীতিতে ‘মিম’কে বিজেপির বি-টিম বলা প্রসঙ্গে ওয়াইসি বলেন, বিগত বিধানসভা নির্বাচনে আমাদের গ্রাফ বেড়েছে। আমরা বিহারে ২০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছি এবং ৫ টি আসন জিতেছি, এটি আমাদের অর্জন। কেবল ‘মুসলিম-যাদব’ জোটই উত্তর প্রদেশে রাজনীতি পরিচালনা করবে না। এ টু জেড জোট কাজ করবে।’

[৬] অন্যদিকে, ওমপ্রকাশ রাজভর বলেন, ভাগিদারি সংকল্প মোর্চায় বর্তমানে ১০টি দলের লোক রয়েছে। আমাদের চিন্তাভাবনা স্পষ্ট যে মানুষকে তাদের অধিকার দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়