শিরোনাম
◈ বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা ◈ ‘পছন্দ না হলে মাজারে নাও আসতে পারেন, আঘাত-ভাঙচুর গ্রহণযোগ্য নয়’ ◈ জনসভা ছাড়িয়ে নিউজফিড: কেন সামাজিক মাধ্যমই এবারের নির্বাচনের মূল ময়দান ◈ উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক শিল্পের রাজধানী বানাতে চাই, বেকারত্ব দূর করবো: ডা. শফিকুর রহমান ◈ বিএনপি চাইলে ঢাকা শহরে জামায়াতের কোনো প্রার্থীই রাস্তায় নামতে পারবে না: ইশরাক হোসেন ◈ সংসদ নির্বাচন এবং গণভোটের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ইসির ◈ এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ২৭৮, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার ◈ নতুন পে-স্কেল, রাজস্ব ঘাটতি ও উচ্চ মূল্যস্ফীতি: পরবর্তী সরকার আর্থিক চাপে পড়বে ◈ আগামী ১২ ফেব্রুয়ারির ভোট ভবিষ্যৎ নির্বাচনের মানদণ্ড স্থাপন করবে: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা ◈ আইসিসিকে ফের চিঠি বিসিবির, নিরপেক্ষ কমিটিতে দাবি পাঠানোর অনু‌রোধ

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২১, ০১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ি থেকে অস্ত্র ও কোটি টাকা উদ্ধার করা সেই পৌর মেয়র গ্রেপ্তার

রিয়াদ ইসলাম: [২] রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে রজব নামে তার এক সহযোগীকে। তিনি সম্পর্কে মেয়রের শ্যালক।

[৩] ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন থেকে শুক্রবার ভোর ৫টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল মুক্তারকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

[৪] পুলিশ জানায়, গ্রেপ্তারের পর মেয়রকে নিয়ে যাওয়া হয় বাঘা থানার আড়ানীতে তার নিজ বাড়িতে। সেখানে তল্লাশি চালায় পুলিশ।গত ৭ জুলাই তার বাড়িতে অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য এবং প্রায় এক কোটি টাকা উদ্ধার করেছিল রাজশাহী জেলা পুলিশ।ওই অভিযানে মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকেই মেয়র মুক্তার আলী পলাতক ছিলেন।

[৬] মেয়র এক কলেজশিক্ষকের বাসায় ঢুকে তাঁর স্ত্রী ও সন্তানের সামনে শিক্ষককে মারধর ও ভাঙচুর করেন। এই অভিযোগে রাত ১২টার পর বাঘা থানায় মেয়রের বিরুদ্ধে মামলা হলে পুলিশ এই অভিযান চালায়।

[৬] পুলিশ আড়ানী পৌর এলাকার পিয়াদাপাড়া মহল্লায় অবস্থিত মেয়রের বাড়িতে তাঁকে ধরার জন্য অভিযান চালাতে গিয়ে অস্ত্র ও গোলাবারুদের সন্ধান পায়।

[৭] বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বুধবার (৭ জুলাই) সকালে অভিযানের খবরের বিষয়ে তিনি বলেন, অভিযান চালানোর সময় মেয়র বাড়িতে ছিলেন না। মেয়র মুক্তারের বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, নগদ ৯৪ লাখ ৯৮ হাজার টাকা, ১৬ লাখ ও দেড় লাখ টাকার দুটি চেক, তাজা গুলি ৪৩টি, ব্যবহৃত গুলির খোসা ৪টি, ইয়াবা ২০টি, গাঁজা ১০ গ্রাম, হেরোইন ৭ গ্রাম উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়