শিরোনাম
◈ এক বাসায় অনেক পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ব্যবস্থা চায় বিএনপি ◈ সিম বদল, বাসা বদল, চেহারা পরিবর্তন: আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিদেশিদের ভিসা প্রদানে বিশেষ নির্দেশনা জারি ◈ মানিকগঞ্জে হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, কারাগারে ২ আনসার সদস্য (ভিডিও) ◈ মৃত্যুদণ্ডাদেশের রায়ে ট্রাইব্যুনাল: শেখ হাসিনা খুব সহজেই আন্দোলনের অবসান ঘটাতে পারতেন  ◈ পুলিশকে কুপিয়ে আসামি ছিনিয়ে নিল হামলাকারীরা, আহত ৫ পুলিশ সদস্য ◈ রিকশা–ভ্যান–অটোচালকদের কষ্টের কথা শুনলেন তারেক রহমান ◈ ‘সহায়তা আসছে, বিক্ষোভ চালিয়ে যান,’ ইরানিদের উদ্দেশ্যে বললেন ট্রাম্প ◈ নির্বাচন ও গুম তদন্ত ইস্যুতে জাতিসংঘের সঙ্গে প্রধান উপদেষ্টার আলোচনা, চাইলেন সহায়তা ◈ বুধবার ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের মূল ট্রফি

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ০৬:০২ বিকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রী প্রতিষ্ঠিত ‘দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা’ র কাজ আবার শুরু হবে আগস্টে

মনিরুল ইসলাম: [২] দেড় বছরে পর আবার আলোর মুখ দেখছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে প্রতিষ্ঠিত সারা দেশের ১ হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা। ২০১৮ সালে এ প্রকল্প শুরু হলেও ২০১৯ সালে মেয়াদ শেষ হয়ে যায়। এরপর গত দেড় বছর এ প্রকল্প বন্ধ ছিলো।

[৩] এদিকে, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান জানিয়েছেন, গত ৫-৬ দিন আগে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠিয়েছিলাম। উনি অনুমোদন করেছেন। আগামী ৫ বছরের জন্য ৫০৭ কোটি টাকা বরাদ্দ হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আমাদের কাছে চিঠি এসেছে। আমরা আবার প্ল্যানিংয়ে পাঠিয়ে দিয়েছি। তারা যাচাই-বাছাই করে অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। সেখান থেকে অর্থ ছাড় হলেই আমরা কাজ শুরু করে দেব। আগামী আগস্ট থেকে প্রকল্পটি আগের মতো শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী।

[৪] জানা যায়, দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তাপ্রসূত এক মহতী উদ্যোগের ফসল। এ মাদরাসা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মের প্রকৃত শিক্ষা, মর্মবাণী ও চেতনার প্রচার-প্রসার এবং আরবি ভাষা শিক্ষার সুযোগ তৈরি হয়। কোনো সরকার প্রধানের উদ্যোগে একসঙ্গে ১ হাজার ১০টি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান করার ঘটনাও ইতিহাসে বিরল।

[৫] প্রকল্পের তথ্যে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক অভিপ্রায় ও দিক-নির্দেশনায় প্রকৃত ইসলামি চেতনার মর্মালোকে আরবি ধারায় একটি দ্বীনি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ২০১৮ শিক্ষাবর্ষে সারা দেশে একযোগে এক হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা প্রতিষ্ঠা করা হয়।

[৬] ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত ‘মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প’-এর আওতায় যেখানে প্রাথমিক বিদ্যালয় নেই, সেখানে দারুল আরকাম ইবতেদায়ি মাদরাসা স্থাপন করা হয়েছে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়