মৃস্তাফিজুর রহমান: [২] মোঃ হাসান নামের এক আড়াই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮জুলাই) দুপুর একটায় মুন্সিহাট খোলামোড়া ঘাট নিজ বাড়িতে নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন শিশু টির কাকা ফরহাদ হোসেন। শিশুটির নানি নুরজাহান বেগম জানান দুপুরে অন্যান্য শিশুর সঙ্গে খেলাধুলা করতে গিয়ে সেখানে ছোলা জাতীয় খাবার খেয়ে গলায় আটকে যায়।
[৩] পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকাল আড়াইটায় টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান শিশুটির মরাদেহো হাসপাতাল মর্গে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
[৪] মৃত হাসান কামরাঙ্গীরচর মুন্সিহাটি খোলামোড়া ঘাট কাতার প্রবাসী ফখরুল ইসলামের ছেলে। জমজ দুই ভাইয়ের মধ্যে সেছিল ছোট আরেক ভাই হুসাইন।