শিরোনাম
◈ মুরাদনগরে নিখোঁজের একদিন পর বড় ভাইয়ের মরদেহ উদ্ধার, মাটিচাপা অবস্থায় মিলল ছোট ভাইয়ের ঘরে ◈ ইরান কেন আমেরিকার কাছে নতিস্বীকার করে না: তাস‌নিম নিউজ এজ‌ন্সির প্রতি‌বেদন ◈ যে কারণে জোরপূর্বক লাখ লাখ আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে ইরান! ◈ সাঁথিয়ায় ঢাকা-পাবনা মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত অন্তত ১০ ◈ ক্রিকেটার জা‌ভেদ মিয়াঁদাদ আমার বিয়ে বরবাদ করে দিয়েছিলেন, প্রথম বিয়ে নিয়ে অ‌ভি‌নেতা আমির খান ◈ দে‌শের রাজনী‌তি‌তে এনসিপি কি 'মব' দিয়ে প্রভাব বিস্তার করতে চায়? ◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২১, ১২:১৩ দুপুর
আপডেট : ০৮ জুলাই, ২০২১, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘রেহানা মরিয়ম নূর’

ইমরুল শাহেদ: কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ‘রেহানা মরিয়ম নূর’ টিম উপস্থিত না থাকলেও ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তারা। কেন উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না তার ব্যাখ্যা দিয়ে ছবিটির মূখ্য চরিত্র বাঁধন বলেছেন, ‘আমরা সবাই একসঙ্গে ফ্রান্সে এসেছি। আমরা একসঙ্গে চলাফেরা করছি। একজনকে বাদ দিয়েও আমরা অনুষ্ঠানে যোগদান করতে চাইনি।’

বুধবার বেলা সোয়া তিনটায় শুরু হয় ছবিটির প্রথম প্রিমিয়ার। এতে দর্শক সারিতে পাশাপাশি বসেছেন ছবিটির পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ সাদসহ টিম সদস্যরা। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এবারই প্রথম কোনও ছবি কান উৎসবে অফিসিয়াল সিলেকসনের আঁ সার্তে রিগায় স্থান পেয়েছে। ছবিটির চিত্রনাট্য ও সম্পাদনা করেছেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মদ সাদ নিজেই।

প্রিমিয়ারের পর তারা দুপুরের খাবার খেতে বসে ফেসবুক লাইভে আসেন বাঁধন। তিনি আবেগে কোনো কথা বলতে পারছিলেন না। শুধু করোনা মহামারি নিয়েই কথা বলেছেন। ছবি সম্পর্কে কিছু বলার আগেই তার লাইভ অফ হয়ে যায়। সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে প্রদর্শিত প্রথম বাংলাদেশি ছবির গৌরব অর্জন করে ইতিহাসের পাতায় যুক্ত হলেন এই ছবির কলাকুশলীরা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় অর্জন এটাই। বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে দর্শক সমাগম হতে থাকে সাল দুবুসিতে।

ঘড়ির কাঁটা ১১টার ঘরে যেতেই উপচে পড়া ভিড় জমে যায় ফটকে। ছবিটি দেখতে প্রত্যেককেই আগে থেকে টিকিট সংগ্রহ করতে হয়েছে। প্রদর্শনী শুরুর আগে সাল দুবুসির সামনে লালগালিচায় একসঙ্গে দাঁড়িয়েছেন সাদ ও তার ছবির কলাকুশলীরা। প্রদর্শনী শেষে মঞ্চে ওঠার পর আবদুল্লাহ মোহাম্মদ সাদের হাতে মাইক্রোফোন ধরিয়ে দেন উৎসব আয়োজক থিয়েরি ফ্রেমো। আবেগাপ্লুত সাদ বলেন, ‘আমি বিশ্বাস করতে পারছি না এখানে আসতে পেরেছি! আমাদের জন্য বিশেষ ব্যাপার হলো, কানের অফিশিয়াল সিলেকশনে বাংলাদেশের প্রথম ছবি এটাই। আমাদের কাছে ব্যাপারটা অবিশ্বাস্য।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়