আসিফুজ্জামান পৃথিল: [২] দুই পবিত্র মসজিদের জেনারেল প্রেসিডেন্সির প্রেসিডেন্ট শেখ ড. আব্দুররহমান বিন আব্দুলাজিজ আল-সুদাইস এবং গণমাধ্যম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী ড. মাজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি এ বছরের আনুষ্ঠানিক পরিকল্পনা উন্মোচন করেন। ভিডিওকনফারেন্সে কার্যক্রম শুরু করে আল-কাসাবি বলেন, তার দেশের নেতা ও সাধারণ জনগন হাজী সাহেবদের স্বাগত জানাতে পেরে সম্মানিত বোধ করে। জিও টিভি
[৩] তিনি বলেন,‘আমাদের সকল সেবা প্রতিষ্ঠান হাজী সাহেবদের সেবায় নিযুক্ত থাকবে। আমরা তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবো। তারা যেনো সহজে হজের সব নিয়ম পালন করতে পারেন, তা খেয়াল রাখা হবে।’
[৪] এই নিয়ে টানা ২য় বছরের মতো কোভিড-১৯ অতিমারির কারণে সীমিত পরিসরে হজ পালন হচ্ছে। এবার মাত্র ৬০ হাজার ধর্মপ্রাণ মুসলিম হজে অংশ নেবেন। এরা নানান দেশের নাগরিক হলেও সবাই সৌদি আরবেই অবস্থান করছেন। আমন্ত্রণের মাধ্যমে বিভিন্ন দূতাবাসের কর্মকর্তাদের হজ পালনের সুযোগ দিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। আল-আরাবিয়া