মনিরুল ইসলাম: [২] ভারতের পদ্মবিভূষণ সন্মানে ভূষিত প্রবাদপ্রতীম অভিনেতা দিলীপ কুমার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড সহ গোটা দেশ। শোকজ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য অভিনেতা-অভিনেত্রী ও বিশিষ্টজনেরা।
[৩] উল্লেখ্য, দিলীপ কুমারকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বকালের সর্বশ্রেষ্ঠ অভিনেতাদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি একজন ভারতীয় অভিনেতা হিসেবে সর্বোচ্চসংখ্যক পুরস্কার বিজয়ী হওয়ার জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও গড়েছেন। এছাড়াও তিনি তাঁর অভিনয় জীবনে অনেক পুরস্কার পেয়েছেন। ৮ বার ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার সহ ১৯ বার ফিল্মফেয়ার মনোনয়নও পেয়েছেন দিলীপ কুমার। ১৯৯৩ সালে ফিল্মফেয়ার আজীবন সম্মাননা পুরস্কারেও তিনি সম্মানিত হন। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে 'দাদা সাহেব ফালকে' পুরস্কার পান দিলীপ কুমার। ২০১৫ সালে ভারত সরকার তাকে পদ্মবিভূষণ সম্মাণেও ভূষিত হন। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য ১৯৯৪ সালে 'দাদা সাহেব ফালকে' পুরস্কার পান দিলীপ কুমার।
[৪] ১৯২২ সালে পাকিস্তানের পেশোয়ারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার। তাঁর আসল নাম মহম্মদ ইউসুফ খান। ১৯৪৪ সালে ‘বম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। তবে জুগনু তাঁর প্রথম বক্স অফিস হিট সিনেমা। এছাড়া নায়া দওর, মুঘল-ই-আজম, দেবদাস, রাম অউর শ্যাম, আন্দাজ, মধুমতী এবং গঙ্গা-যমুনারর মতো ছবিতে তিনি অভিনয় করেন। ১৯৬৬ সালে নিজের চেয়ে ২২ বছরের ছোট অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ কুমার। ১৯৯৮ সালে শেষবার সিনেমায় (কিলা) অভিনয় করেন বর্ষীয়ান এই অভিনেতা। প্রায় পাঁচ দশক ধরে ৬০টির মত ছবিতে অভিনয় করেন তিনি। সূত্র ঃ বর্তমান পত্রিকা অনলাইন