শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৭ জুলাই, ২০২১, ০৭:৫৩ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০২১, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জীবনের ইনিংসে অর্ধশতাধিক বসন্তের পথে কলকাতার মহারাজ

স্পোর্টস ডেস্ক : [২] পশ্চিমবঙ্গের সমস্ত ক্ষেত্রকে সামনে রাখলে এখনও এই বয়সেও সর্বশ্রেষ্ঠ আইকন তিনি। তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালি জীবনের আবেগ। বাংলা তথা গোটা দেশের জাতীয় দলকে শিরদাঁড়া সোজা রেখে বিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে শেখানোর আরেক নাম সৌরভ গাঙ্গুলি। সেই তিনি আর মাত্র কয়েক দিন পরেই পা রাখতে চলেছেন তার জীবনের ৫০ তম বসন্তে। ফলে করোনা আবহ বাঙালির সেরা আইকনের জন্মদিনের প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাননা তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়।

[৩] আগামীকাল ৮ জুলাই জীবনের পথে চলার ক্ষেত্রে ৪৯ তম বসন্ত পেরিয়ে ৫০ তম বসন্তে পা দেবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই দিনটিতে মহারাজকীয় জন্মদিন সেলিব্রেশনের প্রস্তুতি তাই আগেভাগেই শুরু হয়ে গিয়েছে বেহালার বীরেন রায় রোডের বাড়িতে যার নেতৃত্বে অবশ্যই স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনা গঙ্গোপাধ্যায় তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেই প্রস্তুতির একটা আভাস দিয়েছেন।

[৪] কোভিডবিধি মেনেই জন্মদিনের সেলিব্রেশানের প্রস্তুতি চলছে বলে খবর। কীভাবে এই বিশেষ দিন সেলিব্রেট করবেন মহারাজ সে বিষয়টি এখনও পর্যন্ত খোলসা করে কিছু জানাননি ডোনা গঙ্গোপাধ্যায়। ডোনার টুইটার হ্যান্ডেল থেকে সৌরভের একটি কমন ডিসপ্লে পিকচার প্রকাশ করা হয়েছে।

[৫] সৌরভের নামে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে নানা পেজও গ্রুপ রয়েছে। এই ছবিটি সেই সব প্রোফাইলে ব্যবহৃত হবে। ছবিটি পোস্ট করে ক্যাপশনে ডোনা লিখেছেন সৌরভের বার্থডে স্পেশ্যাল কমন ডিসপ্লে পিকচার প্রকাশ্যে এনে খুব আনন্দিত। ছবিতে এক ফ্রেমে ধরা হয়েছে মহারাজের ২২ গজের নানা স্মরণীয় মুহূর্ত। লর্ডসের ব্যালকনিতে জার্সি ওড়ানো, বিসিসিআই প্রেসিডেন্ট সব জায়গা করে নিয়েছে এই ছবিতে। - হিন্দুস্তানটাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়