শিরোনাম
◈ ১৮৩ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরল মাইলস্টোন ট্র্যাজেডির সর্বশেষ শিক্ষার্থী আবিদ ◈ আইনশৃঙ্খলা নিয়ে বৈঠকে প্রধান উপদেষ্টা: এবারের  নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে ◈ বাংলাদেশ ক্রিকেট দলকে নিষিদ্ধের আবেদন খারিজ, ‘এটা কী ধরনের আবেদন’ প্রশ্ন দিল্লি হাইকোর্টের ◈ বাংলাদেশে জামায়াতে ইসলামী: রাজনৈতিক অবস্থান কী, ভবিষ্যতে রাষ্ট্রক্ষমতায় আসার সম্ভাবনা কতটা? ◈ বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা, আইনি পথেও যেতে পারে বিসিবি ◈ দ্বৈত নাগরিকত্ব নিয়ে বাংলাদেশে নির্বাচনী উত্তেজনা ◈ রিট খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সী ◈ বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় ইতালির পূর্ণ সমর্থন: জুলাই সনদের প্রশংসা ◈ জামিন প্রক্রিয়ায় যুগান্তকারী পরিবর্তন, ৮ জেলায় ই-বেইলবন্ড চালু ◈ বাংলা চলচিত্রের অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাভাবিক ধারায় ফিরছে পোশাক রপ্তানি, বিগত বছরের তুলনায় বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ

শরীফ শাওন: [২] সদ্যবিদায়ী জুলাই-জুন (২০২০-২০২১) অর্থবছরে ৩ হাজার ১৪৫ কোটি ডলারের পোশাক পণ্য রপ্তানি করা হয়। ২০১৯-২০ অর্থবছরের রপ্তানির পরিমান ছিলো ২ হাজার ৮০০ কোটি ডলারের নিচে। বিশ্বব্যাপি করোনা মহামারিতে রপ্তানিতে এ ধ্বস নেমেছিলো।

[৩] রপ্তানিকারক পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, বিগত বছরের তুলনায় রপ্তানি বাড়লেও এটা মূল চিত্র নয়। করোনার আগে ৩ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হতো। আশাবাদ জানিয়ে বলেন, আগস্ট থেকে আমরা স্বাভাবিক ধারায় ফিরতে পারবো।

[৪] রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরের জুলাই-মার্চ এই ৯ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ৪শ কোটি ডলারের পন্য রপ্তানি হয়েছিলো। বিদায়ী অর্থবছরে একই সময়ে রপ্তানি হয়েছিলো ২ হাজার ৩শ কোটি ডলারের পন্য। অর্থাৎ এ সময়ে রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ।

[৫] ইপিবির তথ্য বিশ্লেষনে দেখা যায়, বিদায়ী অর্থবছরের শেষ তিন মাস থেকে রপ্তানি বিগত অর্থবছরের তুলনায় বাড়তে শুরু করে। এপ্রিল মাসে ২৫১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, মে মাসে ২৫৫ কোটি এবং সর্বশেষ জুন মাসে ২৮৯ কোটি ডলারের অধিক মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়