শিরোনাম
◈ রাতে বাংলামোটরে জুলাই পদযাত্রার গাড়িতে ককটেল হামলা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক মোকাবেলায় বাংলাদেশের চার দফা কৌশল ◈ বিআরটিএর মোটরসাইকেল রেজিস্ট্রেশন নিয়ে কঠোর নির্দেশনা ◈ সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশ হার‌লো ৭৭ রা‌নে ◈ ২০ বছরেও অধরা এমআই-৬'র ভেতরের রুশ গুপ্তচর! (ভিডিও) ◈ নারী ফুটবলের এই অর্জন গোটা জাতির জন্য গর্বের: প্রধান উপদেষ্টা ◈ প্রবাসীদের জন্য স্বস্তি: নতুন ব্যাগেজ রুলে মোবাইল ও স্বর্ণ আনার সুবিধা বাড়লো ◈ একযোগে ৩৩ ডেপুটি জেলারকে বদলি ◈ 'মধ্যপ্রাচ্যে সিলেট-ব্রাহ্মণবাড়িয়ার লোকেরা ঘোষণা দিয়ে মারামারি করে' (ভিডিও)

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাভাবিক ধারায় ফিরছে পোশাক রপ্তানি, বিগত বছরের তুলনায় বেড়েছে ১২ দশমিক ৫৫ শতাংশ

শরীফ শাওন: [২] সদ্যবিদায়ী জুলাই-জুন (২০২০-২০২১) অর্থবছরে ৩ হাজার ১৪৫ কোটি ডলারের পোশাক পণ্য রপ্তানি করা হয়। ২০১৯-২০ অর্থবছরের রপ্তানির পরিমান ছিলো ২ হাজার ৮০০ কোটি ডলারের নিচে। বিশ্বব্যাপি করোনা মহামারিতে রপ্তানিতে এ ধ্বস নেমেছিলো।

[৩] রপ্তানিকারক পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান জানান, বিগত বছরের তুলনায় রপ্তানি বাড়লেও এটা মূল চিত্র নয়। করোনার আগে ৩ হাজার ৪০০ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হতো। আশাবাদ জানিয়ে বলেন, আগস্ট থেকে আমরা স্বাভাবিক ধারায় ফিরতে পারবো।

[৪] রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্র জানায়, ২০১৯-২০ অর্থবছরের জুলাই-মার্চ এই ৯ মাসে রপ্তানি হয়েছে ২ হাজার ৪শ কোটি ডলারের পন্য রপ্তানি হয়েছিলো। বিদায়ী অর্থবছরে একই সময়ে রপ্তানি হয়েছিলো ২ হাজার ৩শ কোটি ডলারের পন্য। অর্থাৎ এ সময়ে রপ্তানি কমেছে ২ দশমিক ৫৫ শতাংশ।

[৫] ইপিবির তথ্য বিশ্লেষনে দেখা যায়, বিদায়ী অর্থবছরের শেষ তিন মাস থেকে রপ্তানি বিগত অর্থবছরের তুলনায় বাড়তে শুরু করে। এপ্রিল মাসে ২৫১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, মে মাসে ২৫৫ কোটি এবং সর্বশেষ জুন মাসে ২৮৯ কোটি ডলারের অধিক মূল্যের পণ্য রপ্তানি হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়