শিরোনাম
◈ ওড়না কেড়ে নিয়ে পুরুষ কর্মকর্তাদের উল্লাস, নারী বন্দিদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ রেকর্ড উৎপাদনের সুফল কোথায়? চালের বাজারের চালকের আসনে কারা? ◈ পবিত্র আশুরা আজ ◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয়

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ

সাবেত আহমেদ:[২] করোনা পরিস্থিতির এ সংকটময় মুহূর্তে আতংকগ্রস্থ রোগীদের চিকিৎসা দিতে গোপালগঞ্জে মেডিকেল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ ই বেঙ্গলের পরিচালনায় মঙ্গলবার দিনব্যাপী এ ক্যাম্পেইনে টুঙ্গিপাড়ার ২ শ’ ৫০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এসময় সামরিক ও বেসামরিক ৫ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম চিকিৎসা প্রদান করে।

[৩] সকাল ১১ টায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এ কঠোর লকডাউন পরিস্থিতিতে করোনা ব্যতীত অন্যান্য রোগী কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন।

[৪] এ বিষয়টি বিবেচনায় এনে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় যশোরের ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের জিওসি মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় এ মেডিক্যাল ক্যাম্পেইনের পরিকল্পনা করেছেন। এরই অংশ হিসেবে টুঙ্গিপাড়া থেকে এ কার্যক্রম শুরু হল।

[৫] এর পাশাপাশি লকডাউন পরিস্থিতির কারণে যারা কর্মহীন হয়েছেন বা খাদ্যাভাবে আছেন তাদের জন্য সেনাবাহিনীর রেশন থেকে সাশ্রয় করে ত্রাণ সহায়তা কার্যক্রমও শুরু হয়েছে।এসময় ১৪ ইষ্ট-বেঙ্গলের কমান্ডিং অফিসার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ভারপ্রাপ্ত ইউএনও দেদারুল ইসলাম ও থানার ওসি এ এফ এম নাসিম সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৬] দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে সেনাবাহিনী আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১ শ’ ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, পিএসসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়