শিরোনাম
◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি ◈ ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য ◈ সিলেট ইবনে সিনা হাসপাতালে হামলা-ভাঙচুর ◈ আমি যে কাজ করেছি তা দেশের ইতিহাসে কোনোদিন হয়নি : আসিফ নজরুল ◈ চট্টগ্রামে মার্কিন বিমান ও সেনা উপস্থিতি নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা, আসলে কী ঘটছে

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২১, ০৩:৫৫ দুপুর
আপডেট : ০৬ জুলাই, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোপালগঞ্জে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন ও ত্রাণ বিতরণ

সাবেত আহমেদ:[২] করোনা পরিস্থিতির এ সংকটময় মুহূর্তে আতংকগ্রস্থ রোগীদের চিকিৎসা দিতে গোপালগঞ্জে মেডিকেল ক্যাম্পেইন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ১৪ ই বেঙ্গলের পরিচালনায় মঙ্গলবার দিনব্যাপী এ ক্যাম্পেইনে টুঙ্গিপাড়ার ২ শ’ ৫০ রোগীকে চিকিৎসা প্রদান করা হয়। এসময় সামরিক ও বেসামরিক ৫ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল টিম চিকিৎসা প্রদান করে।

[৩] সকাল ১১ টায় গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া (জিটি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ মেডিক্যাল ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এ কঠোর লকডাউন পরিস্থিতিতে করোনা ব্যতীত অন্যান্য রোগী কাঙ্খিত চিকিৎসা সেবা পেতে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছেন।

[৪] এ বিষয়টি বিবেচনায় এনে সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় যশোরের ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডারের জিওসি মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার দায়িত্বপূর্ণ বিভিন্ন জেলায় এ মেডিক্যাল ক্যাম্পেইনের পরিকল্পনা করেছেন। এরই অংশ হিসেবে টুঙ্গিপাড়া থেকে এ কার্যক্রম শুরু হল।

[৫] এর পাশাপাশি লকডাউন পরিস্থিতির কারণে যারা কর্মহীন হয়েছেন বা খাদ্যাভাবে আছেন তাদের জন্য সেনাবাহিনীর রেশন থেকে সাশ্রয় করে ত্রাণ সহায়তা কার্যক্রমও শুরু হয়েছে।এসময় ১৪ ইষ্ট-বেঙ্গলের কমান্ডিং অফিসার মোঃ আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, ভারপ্রাপ্ত ইউএনও দেদারুল ইসলাম ও থানার ওসি এ এফ এম নাসিম সহ উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

[৬] দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া হেলিপ্যাডে সেনাবাহিনী আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ১ শ’ ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান, পিএসসি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়