শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২১, ০৫:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাথরঘাটায় উপসর্গ নিয়ে স্বামীর মৃত্যু, করোনায় আক্রান্ত স্ত্রী

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: [২] বরগুনার পাথরঘাটায় করোনা উপসর্গ নিয়ে শ্যামল দাস( ৫২)নামের এক ব্যক্তি মারা গেছেন এবং তার স্ত্রী শিপ্রা দাসও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। রোববার ভোর রাত ৩ টার দিকে পাথরঘাটা পৌর শহরের অগ্রণী ব্যাংক রোডের নিজ বাসায় মৃত্যু হয় তার। শ্যামল দাসের বাবার নাম শত্রুঘ্ন দাস।

[৩] এছাড়া শ্যামল দাসের স্ত্রী শিপ্রা দাসের করোনা পরীক্ষা করানো হলে মেডিক্যাল রিপোর্টে পজেটিভ আসে।

[৪] জানা গেছে, বেশ কয়েকদিন ধরে শ্যামল দাস তার বাসাবাড়িতে জ্বরে আক্রান্ত হয় এবং সেখানেই প্রাথমিক চিকিৎসা চলছিল। আজ রবিবার ভোররাত ৩টার দিকে করোনা উপসর্গ নিয়ে তার মৃত্যু হয় এবং তার স্ত্রীর করোনা উপসর্গ দেখা দেয়। পরে বরগুনা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ পাথরঘাটা সদরের ওই রোডটি লকডাউন করে দেন এবং ওই বাড়ির আরো

[৫] ২ জনের করোনা উপসর্গ থাকায় তাদেরকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করার জন্য নির্দেশ প্রদান করেন।

[৬] নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর আহমেদ জানান, পাথরঘাটা পৌর শহরের সদর রোডের শ্যামল দাস নামের এক ব্যাক্তির করোনা উপসর্গ নিয়ে মত্যু হয়েছে। তার পরিবারের আরো ২ জনের করোনা উপসর্গ দেখা দিলে তাদেরকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে স্ত্রী ও মেয়ের টেস্ট করানো হলে স্ত্রী শিপ্রা দাসের পজেটিভ আসে এবং মেয়ে অহনা দাসের নেগেটিভ আসে।

[৭] তিনি আরো জানান, স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা প্রত্যয়ের সভাপতি মেহেদী সিকদারের মাধ্যমে শ্যামল দাশের মরদেহ সৎকারের জন্য শ্মশানে পৌঁছুনোর ব্যবস্থা করা হয়।

[৮] শ্মশান কমিটির সভাপতি বাবুরাম কর্মকার জানান, পাথরঘাটা সার্বজনীন রাধাগোবিন্দ মন্দির (কালী বাড়ির) পুরোহিত চিত্তরঞ্জন ধর্মীয় রীতিতে পৌরোহিত্য করেন। রাজীব কর্মকার শ্যামল দাসের মুখাগ্নি করে এবং মিল্টন হাওলাদারসহ শ্মশানের কর্মীরা শ্যামল দাসের শেষকৃত্য সম্পন্ন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়