শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৪:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় করোনায় মৃত্যু ৬, শনাক্ত ১১২

জিএম মিজান :[২] বগুড়ায় করোনায় প্রতিদিন মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় বগুড়ায় দুইটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৬জনের মৃত্যু হয়েছে। এছাড়াও অত্র জেলায় গত ২৪ ঘন্টায় সরকারী বেসরকারী পিসিআর ল্যাবে পরীক্ষা করা ৩১১ নমুনার ফলাফলে নতুন করে ১১২জন করোনায় শনাক্ত হয়েছে।

[৩] নতুন আক্রান্ত ১১২জনের মধ্যে সদরের ১০০জন, শিবগঞ্জে ৩জন, আদমদীঘিতে ২জন, কাহালুতে ২জন, শাজাহানপুরে ২জন, শেরপুরে, ধুনট একজন, গাবতলীতে একজন। আক্রান্তের হার ৩৬ দশমিক ০১শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৯১জন। শনিবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

[৪] বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৮২টি নমুনায় ৯৩জনের শনাক্ত পাওযা গেছে। টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল পিসিআর ল্যাবে পরীক্ষা করা ২৯ নমুনায় ১৯জন করোনায় পজিটিভ হয়েছে। এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৪ হাজার ১৮৫জন এবং সুস্থ ১২ হাজার ৮৩৯জন। এছাড়া নতুন করে ৬জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৪১৬জন। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৩২জন।

[৫] ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন এ প্রতিবেদক-কে বলেন, নতুন আক্রান্তদের নিজ নিজ বাড়ীতে স্বাস্থ্য বিধি মেনে চিকিৎসা চলছে। যদি কারও অবস্থা জটিল হয় তাহলে দ্রুত হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়