শিরোনাম
◈ ভিসা নিয়ে বাংলাদেশকে বড় দুঃসংবাদ দিল অস্ট্রেলিয়া ◈ নির্বাচনী মাঠ ছাড়ছেন বিদ্রোহীরা, স্বস্তিতে বিএনপি-জোট ◈ মহাকাশ অভিযানে বড় ধাক্কা, যান্ত্রিক ত্রুটিতে ১৬ স্যাটেলাইটের নিয়ন্ত্রণ হারাল ভারত ◈ ‘তিন ভাই মিলে খুন করলেন কেন?’—মুসাব্বির হত্যা মামলায় বিস্মিত আদালত ◈ ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাওয়াতে যাওয়া নিয়ে বাক-বিতন্ডা, সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত ◈ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশে সব ধরনের সংগঠনের নির্বাচন বন্ধের নির্দেশ ◈ নির্বাচনের আগে ঘুরে দাঁড়ালো অর্থনীতি, প্রশংসিত ড. ইউনূসের নেতৃত্ব ◈ তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে ক্ষমতায় টিকে থাকার মাস্টারপ্ল্যান ছিল: তদন্ত কমিটির প্রতিবেদনে বিচারপতি শামীম ◈ বা‌র্সেলেনার কা‌ছে শি‌রোপা হারা‌নোর পর সুপার কাপকে কম গুরুত্বপূর্ণ বললেন রিয়াল মা‌দ্রিদ কোচ ◈ প্রাক-নির্বাচনী জরিপে জামায়াতের চেয়ে ১.১% এগিয়ে বিএনপি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০১:১০ দুপুর
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৪:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড প্রতিরোধী বৈশ্বিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ডেল্টা ধরণ

লিহান লিমা: [২] বিশ্বের বিভিন্ন দেশ যখন লকডাউন থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক কার্যক্রম খুলে দিচ্ছিলো ঠিক তখনই হানা দেয় করোনার দ্রুত সংক্রামক রুপ ডেল্টা ধরণ। দরিদ্র ও টিকা দেয়া হয় নি এমন দেশগুলোতে বাড়তে শুরু করে হাসপাতালে ভর্তি ও মৃত্যুহার এবং নাগরিকদের অধিকাংশকে টিকার আওতায় আনা ধনী দেশগুলোতে সংক্রমণ ও মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ার হার বাড়ে। ওয়াল স্ট্রিট জার্নাল

[৩] মে মাসে প্রথম ভারতে এটি ছড়িয়ে পড়ে। এরপর একমাত্র দক্ষিণ আমেরিকা ( এই অঞ্চলের দেশগুলোতে ছড়িয়েছে গামা ভ্যারিয়েন্ট) ব্যতীত বিশ্বের ৮৫টি দেশ এই ধরন শনাক্ত হয়েছে। এশিয়া, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলো পুনরায় বিধি-নিষেধ আরোপ ও লকডাউনে ফিরতে শুরু করে। ব্রিটেনে এই ধরন ৯৭ শতাংশ নতুন সংক্রমণের জন্য দায়ী। উগান্ডা, দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া ও কঙ্গোর হাসপাতালগুলো ভর্তি হয়ে গিয়েছে। ইন্দোনেশিয়া মহামারীর পর এই প্রথমবারের মতো এতো সংক্রমণ দেখছে।

[৪] জাপান যখন সীমিত পরিসরে অলিম্পিক আয়োজনের প্রস্তুতি নিচ্ছিলো ঠিক তখনই পুরো টোকিওর মোট সংক্রমণের প্রায় অর্ধেকই এই ধরণের জন্য দায়ী বলে ধরা পড়ে। চীনের কর্তৃপক্ষ আন্তর্জাতিক পর্যটকদের কোয়ারেন্টাইন করতে ২ লাখ ৫০ হাজার স্কয়ার ফিটের বাসস্থান প্রকল্প হাতে নিয়েছে। বিধি-নিষেধ তুলে দিয়ে আবারো তা আরোপ করেছে দক্ষিণ কোরিয়া ও ইসরায়েল। ইউরোপে জার্মান কর্তৃপক্ষ চলাচল সীমিত করেছে। ফ্রান্সে নতুন সংক্রমণের ৭৪ শতাংশই ডেল্টা ধরণ।

[৫] জাতিসংঘ বলেছে, মহামারীরর কারণে এ বর্ছও বৈশ্বিক পর্যটন খাত ২.৪ ট্রিলিয়ন ডলার ক্ষতি গুনতে পারে এবং এর ৬০ শতাংই হবে উন্নয়নশীল দেশগুলোতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়