শিরোনাম
◈ নির্বাচনী প্রচারণায় আজ পঞ্চগড়ে যাচ্ছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ◈ এক বছ‌রে রেকর্ড আয়ের শীর্ষে রিয়াল মা‌দ্রিদ ও বা‌র্সেলোনা  ◈ সিলেট থেকে নারায়ণগঞ্জ: ১৬ ঘণ্টায় সাত জেলায় টানা জনসমাবেশ শেষে ঢাকায় ফিরলেন তারেক রহমান ◈ বকেয়া ২৬ কোটি ডলার পরিশোধ না করেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সদস্যপদ ত্যাগ করলো যুক্তরাষ্ট্র ◈ কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ ◈ বিনিয়োগ স্থবিরতা ও রাজস্ব ঘাটতি: নতুন সরকারের সামনে বড় আর্থিক চ্যালেঞ্জ ◈ বাংলাদেশে হঠাৎ বিদ্যুৎ সরবরাহ কমাল ভারত, শীতে লোডশেডিং ও গরমে বড় সংকটের আশঙ্কা ◈ পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক চুক্তি, মিয়ানমার থেকে ফেরা বাংলাদেশিদের লোমহর্ষক বর্ণনা ◈ এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে: ব্রাহ্মণবাড়িয়ায় তারেক রহমান (ভিডিও) ◈ শুক্রবার বি‌পিএ‌লের ফাইনা‌লে চট্টগ্রাম রয়‌্যালস ও রাজশাহী ওয়া‌রিয়র্স মু‌খোমু‌খি

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:২০ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশিষ্টদের মধ্যে সেরাদের নিয়ে ভারতের বিরুদ্ধে দল গড়বে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের মাসখানেকের মধ্যেই পরের পর্বের চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। তবে সেই ম্যাচের আগে প্রস্তুতি সারতে অনুশীলন ম্যাচ খেলতে বদ্ধপরিকর ভারতীয় দল।

[৩] সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক থেকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, সকলেই চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারাকে দলের ব্যর্থতার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন। সেই জন্যই ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আরও বেশি করে আগ্রহী ভারতীয় দল।

[৪] ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের লাগাতার চাপের মুখে অবশেষে ইসিবির এক মুখপাত্র পিটিআইকে বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার বিসিসিআই-এর ইচ্ছার বিষয়ে আমরা অবগত। আমরা করোনাবিধি এবং অন্যান্য পক্রিয়ার ওপর কাজ করছি যাতে এই ম্যাচ খেলা সুনিশ্চিত করা যায় এবং সঠিক সময়ে এর বিষয়ে আমরা আপডেট দেব।

[৫] তবে দেশের সেরা ক্রিকেটাররা ইসিবির নতুন উদ্যোগ ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ খেলতে ব্যস্ত থাকবে। তাই অবশিষ্ট ক্রিকেটারদের দিয়ে তৈরি দলের বিরুদ্ধেই ভারত মাঠে নামবে। যেসব ক্রিকেটাররা দ্য হান্ড্রেডে অংশগ্রহণ করবেন না, তাদের নিয়েই আমরা প্রস্তুতির ম্যাচের দল বানাবো। সম্ভব্য সবচেয়ে শক্তিশালী দল বানাতেই আমরা আগ্রহী। বলে জানানো হয় ইসিবির তরফে।

[৬] বর্তমানে ২০ দিনের ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেট তারকারা। ছুটি শেষ করে তাদের ১৫ জুলাই ডারহ্যামে রিপোর্টি করার কথা। সেখানেই তারা ১ অগস্ট অবধি প্রাক-টেস্ট প্রস্তুতি পর্ব সারবেন। সেখান থেকেই বিরাট কোহলিরা প্রথম টেস্ট খেলতে নটিংহ্যামের উদ্দেশ্যে রওনা দেবেন। -হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়