শিরোনাম
◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ ◈ ফরিদপুরের কুমার নদে ট্রলার-স্প্রিটবোর্ডে প্রকাশ্যে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া ◈ ‎ব্রিটিশ ট্যোবাকো কোম্পানির তামাকবাহী ট্রাক থেকে গাঁজাসহ আটক-৩ ◈ ঢাকা-ওয়াশিংটন সামরিক মহড়া, নজর রাখছে ভারত ◈ রোববার ভারত-পাকিস্তান এ‌শিয়া কা‌পে আবা‌রো লড়াই‌য়ে নাম‌ছে ◈ ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম: ড. ইউনূসকে সরকারপ্রধানের প্রস্তাব, মিডিয়া নিয়ন্ত্রণের সমালোচনা ◈ আগামী নির্বাচনে ভোটার আস্থা নিশ্চিতই প্রধান দায়িত্ব: ফেসবুক বার্তায় তারেক রহমান ◈ ফেব্রুয়া‌রির নির্বাচ‌নে জামায়াতে ইসলামী‌কে দিল্লি কোন চোখে দেখবে? ◈ ইসরায়েল খেললে বিশ্বকাপ ফুটবল বয়কট কর‌বে স্পেন ◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ 

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২১, ০৭:২০ সকাল
আপডেট : ০৩ জুলাই, ২০২১, ০৭:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবশিষ্টদের মধ্যে সেরাদের নিয়ে ভারতের বিরুদ্ধে দল গড়বে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক: [২] বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজয়ের মাসখানেকের মধ্যেই পরের পর্বের চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে মাঠে নামবে ভারতীয় দল। তবে সেই ম্যাচের আগে প্রস্তুতি সারতে অনুশীলন ম্যাচ খেলতে বদ্ধপরিকর ভারতীয় দল।

[৩] সাবেক ইংল্যান্ড অধিনায়ক অ্যালেস্টার কুক থেকে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি, সকলেই চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রস্তুতি ম্যাচ না খেলতে পারাকে দলের ব্যর্থতার অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন। সেই জন্যই ইংল্যান্ড সিরিজের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে আরও বেশি করে আগ্রহী ভারতীয় দল।

[৪] ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের লাগাতার চাপের মুখে অবশেষে ইসিবির এক মুখপাত্র পিটিআইকে বলেন, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলার বিসিসিআই-এর ইচ্ছার বিষয়ে আমরা অবগত। আমরা করোনাবিধি এবং অন্যান্য পক্রিয়ার ওপর কাজ করছি যাতে এই ম্যাচ খেলা সুনিশ্চিত করা যায় এবং সঠিক সময়ে এর বিষয়ে আমরা আপডেট দেব।

[৫] তবে দেশের সেরা ক্রিকেটাররা ইসিবির নতুন উদ্যোগ ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেড’ খেলতে ব্যস্ত থাকবে। তাই অবশিষ্ট ক্রিকেটারদের দিয়ে তৈরি দলের বিরুদ্ধেই ভারত মাঠে নামবে। যেসব ক্রিকেটাররা দ্য হান্ড্রেডে অংশগ্রহণ করবেন না, তাদের নিয়েই আমরা প্রস্তুতির ম্যাচের দল বানাবো। সম্ভব্য সবচেয়ে শক্তিশালী দল বানাতেই আমরা আগ্রহী। বলে জানানো হয় ইসিবির তরফে।

[৬] বর্তমানে ২০ দিনের ছুটি কাটাচ্ছেন ভারতীয় দলের ক্রিকেট তারকারা। ছুটি শেষ করে তাদের ১৫ জুলাই ডারহ্যামে রিপোর্টি করার কথা। সেখানেই তারা ১ অগস্ট অবধি প্রাক-টেস্ট প্রস্তুতি পর্ব সারবেন। সেখান থেকেই বিরাট কোহলিরা প্রথম টেস্ট খেলতে নটিংহ্যামের উদ্দেশ্যে রওনা দেবেন। -হিন্দুস্তানটাইমস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়