শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ০২ জুলাই, ২০২১, ১১:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একদিনে দ্বিতীয় সর্বোচ্চ ১৩২ জনের মৃত্যু, শনাক্তের হার ২৮.২৭ শতাংশ

শাহীন খন্দকার, জেরিন আহমেদ: [২] এর আগে, গত ২৭ জুন ১১৯ জনের মৃত্যু হয়েছিল। ৩০ জুন মারা যান ১১৫ জন। ১ জুলাই সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়। এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ১৪ হাজার ৭৭৮ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৮ হাজার ৪৮৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৩০ হাজার ৪২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ হাজার ৫০৯ জন। এ নিয়ে দেশে মোট আট লাখ ২৫ হাজার ৪২২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।

[৩] ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২৪ জন, খুলনা বিভাগে ৩৫ জন, বরিশাল বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন, রংপুর বিভাগে নয়জন ও ময়মনসিংহ বিভাগে ছয়জন। সরকারি হাসপাতালে ৯৯ জন, বেসরকারি হাসপাতালে ২০ জন ও বাসায় ১৩ জন মারা গেছেন।

[৪] শুক্রবার (২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

[৫]জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুসারে, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানিয়েছেন (২০২০ সালের মে থেকে ২০২১ সালের ২ জুলাই সকাল ৮ টা পর্যন্ত) করোনা ইউনিটে এপর্যন্ত এক হাজার ১১৭ জন মারা গেছেন।

[৬] খুলনা প্রতিনিধি জানিয়েছেন, খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা শুক্রবার গত ২৪ ঘণ্টায় বিভাগের খুলনায় ৯ জন, কুষ্টিয়ায় ৭ জন, ঝিনাইদহে ৩ জন, চুয়াডাঙ্গায় ৩ জন, যশোরে ২ জন, বাগেরহাট-নড়াইল ও মেহেরপুরে একজন করে রোগী মারা গেছেন।

[৭] যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে দু’জন ও উপসর্গ নিয়ে সাতজনসহ নয়জনের মৃত্যু হয়েছে। শুক্রবার যশোর সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পার্সন ডা. রেহনেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

[৮] টাঙ্গাইলে উপসর্গ নিয়ে চারজনসহ করোনায় সাত জনের মৃত্যু হয়েছে। শুক্রবার টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাব উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেন।

[৯] বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা সংকটে ৭ করোনারোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার ষোল ঘণ্টায় চাহিদা অনুযায়ী উচ্চ মাত্রার অক্সিজেন না পাওয়ায় তাদের মৃত্যু হয়। এছাড়া তিনজন করোনারোগী শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। সব মিলে জেলায় একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, করোনায় এপর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা ৩১২ জনে দাঁড়িয়েছে। সম্পাদনা: মেহেদী হাসান

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়