রাজু চৌধুরী : [২] শুক্রবার (২ জুলাই) ভোর থেকে নগরের বিভিন্ন প্রবেশপথে তল্লাশি শুরু করে সেনাবাহিনী, পুলিশ সহ নির্ধারিত স্থানে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। চট্টগ্রাম জেলায় প্রবেশ এর সাতটি স্থানে বসানো হয়েছে চেক পোস্ট।
[৩] সরেজমিনে নগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে একটু বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচল কমে যায়।
সিটি কর্পোরেশন এলাকায় সেনাবাহিনীর ৬টি টিম কাজ করছে।
[৪] এছাড়াও বিজিবির ৬টি টিম নগরজুড়ে টহল দিচ্ছে। মাঠে আছে পুলিশও। সকাল থেকে জেলা প্রশাসনের ১২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। উপজেলা পর্যায়ে দায়িত্বে আছেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনাররা (ভূমি)।
[৫] চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, কঠোর লকডাউন বাস্তবায়ন করতে সকাল থেকে আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে আছেন। বিধি-নিষেধ অমান্য করলেই আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে। উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণ রোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে বুধবার (৭ জুলাই) মধ্যরাত পর্যন্ত ‘কঠোর বিধিনিষেধ’ আরোপ করেছে সরকার। সম্পাদনা: জেরিন আহমেদ