শিরোনাম
◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা? ◈ জুলাই সনদ না মানলে প্রার্থিতা বাতিল- প্রস্তাব জামায়াতের ◈ ভয়াবহ সমুদ্রযাত্রা: ইতালির লাম্পেদুসায় পৌঁছেছে বাংলাদেশিসহ ৫০০ অভিবাসনপ্রত্যাশী ◈ কাতারে ইসরায়েলি হামলা: পরাশক্তির মিত্র হয়েও বন্ধুহীন দোহা? ◈ মুক্তিযুদ্ধ অস্বীকার করা মানে বাংলাদেশকেই অস্বীকার করা : জামায়াত নেতা আযাদ ◈ মা-বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হলেন ফরিদা পারভীন ◈ রিজার্ভ বেড়ে ৩০. ৫৯ বিলিয়ন মার্কিন ডলার ◈ চাঁপাইনবাবগঞ্জে ২৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে ◈ কাঠগড়ায় যে কারনে ছাগলকাণ্ডের মতিউরকে ধমক দিলেন তাঁর স্ত্রীর

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০৩:৫৭ দুপুর
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুন্দাই কোম্পানীর ডিজাইনে ত্রুটির কারণে বারবার ভাঙছে বাঁধ : পানি সম্পদ মন্ত্রণালয়

সোহাগ হাসান: [২] পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেছেন,  ১৯৯৬/৯৭ সালে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ নদী শাসনের কাজ করেছে হুন্দাই কোম্পানী। ৩৭৫ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধের আড়াই কিলোমিটার নির্মাণ করা হয়। নির্মাণের ২২ বছরে ৬ বার ভাঙ্গন দেখা দেয়। হুন্দাই কোম্পানী একশ বছরের গ্যারান্টি দিয়েছিলো। তাদের ডিজাইনে ত্রুটি আছে। তা না হলে বারবার কেন ভাঙ্গবে। ভাঙনের আর কোনও কারণ দেখছিনা।

[৩] শুক্রবার (২ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের ভাঙ্গণ এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

[৪] এসময় সচিব বলেন, সারা বছর আমরা নদীর সাথে যুদ্ধ করে চলি। বিশেষ করে এবার টানা বর্ষণের ফলে দ্রুত পানি বৃদ্ধি পাওয়ায় যমুনা নদীতে ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন রোধে স্থানীয় লোকজনের সহায়তায় ৬ ঘণ্টার মধ্যে ভাঙ্গন ঠেকানো হয়েছে। পানি উন্নয়ণ বোর্ড বন্যা আসার আগেই ভাঙ্গণ রোধে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। শহর রক্ষা বাঁধে এখন আর কোন বিপদের আশংখা দেখছিনা।

[৫] সচিব আরো বলেন, বঙ্গবন্ধু সেতু থেকে ১নং গ্রোয়েন পর্যন্ত সার্ভে করা হবে। আগামীকাল থেকে আই ডাব্লিউ, সিজিআইএস ও আমাদের হাইড্রোজিং ডির্পামেন্টসহ তিন ক্যাটাগরীতে পুরোটা সার্ভে করা হবে।

[৬] এসময় সিরাজগঞ্জের জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোডের্র নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

[৭] এর আগে ২৯ জুন ১৫০ মিটার শহর রক্ষা বাঁধ নদীতে বিলিন হয়ে যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়