শিরোনাম
◈ মালয়েশিয়ার চাপের মুখে বাংলাদেশে নরম সিদ্ধান্ত, রিক্রুটিং এজেন্সি বাছাইয়ে ছাড় ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কর্মসূচি ঠেকাতে বিশেষ বৈঠক, যেসব সিদ্ধান্ত এলো ◈ ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন জারি, দেখে নিন ছুটির তালিকা ◈ আরও ১৪ জেলায় নতুন ডিসি ◈ স্টেডিয়াম দখল নিয়ে বিস্ফোরক আসিফ আকবর: ‘প্রয়োজনে মাঠের অধিকার আদায়ে মারামারিও করব’ ◈ রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় মেট্রোরেল কর্মীদের সব ছুটি বাতিল ◈ ২৭তম সংবিধান সংশোধনী: পাকিস্তানে সেনাপ্রধানের ক্ষমতা বৃদ্ধি, সুপ্রিম কোর্টের এখতিয়ার সীমিত ◈ হার্ট অ্যাটাক হ‌য়ে হাসপাতালে ‌বি‌সি‌বির সা‌বেক সভাপ‌তি  ◈ বিএনপি নেতা সালাহউদ্দিনের অনুরোধে ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙলেন আমজনতার দলের তারেক রহমান ◈ প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রকাশিত : ০২ জুলাই, ২০২১, ০১:৫৬ রাত
আপডেট : ০২ জুলাই, ২০২১, ০১:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বেশী গোল করা যাবেনা’ শর্তে মেসিকে দলে নিতে চায় বিশ্বের সবচেয়ে বাজে দল

স্পোর্টস ডেস্ক: বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় ‘ফ্রি এজেন্টে’ পরিণত হয়েছেন লিওনেল মেসি। এই আর্জেন্টাইন খুদে জাদুকরকে পেতে যেখানে বিশ্বের সেরা সেরা দলগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে সেখানে উদ্ভট কিছু শর্ত জুড়ে দিয়ে তাকে নিতে চাইছে এবিস স্পোর্টস ক্লাব।

তিন বছর নয় মাস ধরে কোনো ম্যাচ জিততে না পারা এই দলটিকে বর্তমান বিশ্বের সবচেয়ে বাজে দল হিসাবে ধরা হয়।

ব্রাজিলের পারনানবুকানো চ্যাম্পিয়নশিপে খেলা দল এবিস এসসি ইতোমধ্যে মেসিকে পেতে প্রস্তাব দিয়েছে ছয়টি হাস্যকর ও অবান্তর শর্ত জুড়ে দিয়ে।

শর্তগুলো নিচে দেয়া হলো-

-১৫ বছরের চুক্তি করতে হবে মেসিকে। এক জুলাই শুরু হবে চুক্তি।

-ক্লাবের আয়ের উপর নির্ভর করবে মেসির বেতন।

-বেশি গোল করা যাবে না (করলে চুক্তি বাতিল)

-চ্যাম্পিয়ন হওয়া যাবে না (হলে চুক্তি বাতিল)

-১০ নম্বর জার্সি পরতে পারবেন না (মাউরো শাম্পু নামের এক ফুটবলার এই ১০ নম্বর জার্সিতে খেলেছেন। এবং ক্যারিয়ারে তার কোনো গোল নেই)

-আয়নার সামনে দাঁড়িয়ে মেসিকে তিনবার প্রতিজ্ঞা করতে হবে যে, ম্যারাডোনা থেকে পেলে সেরা।

এমন সব উদ্ভট শর্তে মেসিকে প্রস্তাব দিয়ে তা টুইটারে প্রকাশ করেছে দলটি। এরপরে ভাইরাল হয়েছে প্রস্তাবটি।

এদিকে বিশ্বের শীর্ষ ক্লাবগুলোর নজর রয়েছে মেসির ওপর। ফ্রি এজেন্ট হিসেবে তাকে দলে নিতে যারপরনাই চেষ্টা করে যাচ্ছে ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো বড় ক্লাবগুলো।

আপাতত মেসির নজর কোপা আমেরিকায়। ক্যারিয়ারে জাতীয় দলের জার্সিতে প্রথম ট্রফি জয়ের স্বপ্ন নিয়ে ব্রাজিলে অবস্থান করছেন এই ফুটবল জাদুকর।

গত মঙ্গলবার আর্জেন্টিনার জার্সিতে ১৪৮তম ম্যাচটি খেলে ফেলেছেন মেসি। তার জোড়া গোলে বলিভিয়াকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় আর্জেন্টিনার। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের সঙ্গে খেলার অপেক্ষায় রয়েছেন মেসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়