স্বপন দেব: [২] মৌলভীবাজারের কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামে গত ২৩ মে সুন্দর মিয়া তার ক্ষেত থেকে পাটশাক তুলে ঘরে এনে স্ত্রীর হাতে দেন। কিছুক্ষণ পরে স্ত্রী শাক কাটতে গিয়ে মানুষের মুখের আকৃতির একটি মাকড়সা দেখে ভয় পেয়ে যান। ঘটনাটি জেনে আশপাশের মানুষ সেই বাড়িতে ভিড় জমান।
[৩] সুন্দর মিয়া জানান, মাকড়সাটি দেখতে কিছুটা মেয়েদের মুখের মতো। প্রথমে অলৌকিক কোনো পতঙ্গ মনে করে সেদিন সন্ধ্যায় বাড়ির পাশে জমিতে ছেড়ে দিয়েছি। সে সময় মাকড়সাটির ছবি তোলেন প্রতিবেশী শিক্ষক মো: আবু বক্কর।
[৪] আবু বক্কর জানান, তিনি দেড় ঘণ্টা পর ভয়ে মাকড়সাটি ছেড়ে দেন। পরে আশপাশের জমিতে অনেক খোঁজ করেও আর এধরণের আর কোন মাকড়সা পাননি।
[৫] কুলাউড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম ফরহাদ চৌধুরী বৃহস্পতিবার (১ জুলাই) বিকেলে বলেন, আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি নারী মুখের মতো মাকড়সা দেখেছেন। তবে আমি নিজে তা দেখিনি। আর উপজেলা প্রাণী সম্পদ বিভাগ থেকে এই পতঙ্গ সম্পর্কে আমাকে কিছু জানায়নি।
[৬] অনেকটা মানুষের মুখের মতো, দুটি চোখ, লাল ঠোঁট দেখতে কিছুটা নারীর মতো। আশপাশে মাথা ঘোরাতে পারে বলে প্রত্যক্ষদর্শী আবু বক্কর জানান। এ বিরল পতঙ্গ নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছে। অনেকে বলছেন বিষয়টি অলৌকিক কোন কিছু হতে পারে।
[৭] তবে কুলাউড়া উপজেলা প্রাণী সম্পদ অফিসের ডা. মিহির ভট্টাচার্য বলেন, বিভিন্ন দেশে এ ধরনের হিউম্যান ফেস মাকড়সা দেখা যায়। তবে বাংলাদেশে এধরণের মাকড়সা আগে দেখা যায়নি। এ ধরনের মাকড়সা বিরল হলে অলৌকিক নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ায় মাঝে মধ্যে এধরণের মাকড়সা দেখা মেলে। সম্পাদনা: জেরিন আহমেদ