শাহীন খন্দকার: [২] রাজধানী ঢাকার সাতটি হাসপাতালে প্রবাসী কর্মীদের ফাইজার বায়োএনটেকের টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এই সংবাদে বৃহস্পতিবার প্রবাসী কর্মীরা টিকা গ্রহণের জন্য চলে আসেন। তারা বলছেন, করোনার টিকা নিতে রেজিস্ট্রেশন করলেও মোবাইলে এসএমএস পাননি তারা। আবার অনেকে কীভাবে নিবন্ধন করতে হবে তাও জানেন না। স্বাস্থ্য অধিদপ্তর কেবল সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের এই টিকা দেওয়ার কথা জানালেও এদিন টিকাদান কেন্দ্রে ইতালি ও অন্যান্য দেশ থেকে বাংলাদেশে এসে আটকে পড়া প্রবাসীরাও ভিড় করেন।
[৩] প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, অ্যাপের মাধ্যমে প্রবাসীরা টিকা পেতে নিবন্ধন করতে পারবেন। অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সে ব্যবস্থার ছোট্ট একটা প্রতীকী উদ্বোধন আজকে ৫-৭ জনকে দিয়ে করার পরিকল্পনা ছিল। আগামী সোমবার থেকে সবাই অ্যাপে রেজিস্ট্রেশন করতে পারবেন।
[৪] প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেন, অধৈর্য হলে কোনও সমাধান আসবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনা হচ্ছে ৭টা হসপিটালে ভ্যাকসিন দেওয়া । রবিবার বা সোমবারের দিকে নিবন্ধনের ব্যবস্থা করা হবে। সৌদি আরব ও কুয়েত প্রবাসীদের ফাইজারের টিকা দেয়া হবে। যাতে ১টা ডোজ নিয়ে সে দেশে গিয়ে অন্যটা নিতে পারেন। ফাইজারের সিঙ্গেল ডোজ এখন কেবল কুর্মিটোলায় আছে। প্রবাসীদের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো-বিএমইটিতে গিয়ে রেজিস্ট্রেশন করার অনুরোধ জানান তিনি।
[৫] নিবন্ধিতদের নাম আর পাসপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে পৌছে যাবে। সেখান থেকে কোন হাসপাতালে ভ্যাকসিন পাবেন তার নির্দেশনা দেয়া হবে। মন্ত্রী বলেন, একটু ধৈর্য ধরেন, আজ-কালের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পাদনা: মেহেদী হাসান